রাঙামাটির নানিয়ারচর উপজেলার সাবেক্ষং ইউনিয়নের দুর্গম প্যারাছড়া গ্রামে কাপ্তাই লেকের শাখা চেঙ্গী নদীতে ডুবে যাওয়া ননী গোপাল চাকমার (৬০) লাশ পাওয়া গেছে। এর আগে, গত রবিবার সন্ধ্যায় নৌকা থেকে নদীতে পড়ে তলিয়ে যান তিনি।
স্থানীয়রা জানায়, গত রবিবার সন্ধ্যায় ননী গোপাল চাকমা তার বসতঘর হতে একটু দূরে নৌকা থেকে নদীতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পরেও লাশ উদ্ধার না হলে সোমবার রাত ১১টার দিকে লাশ ভেসে উঠে ডুবে যাওয়ার আশপাশ এলাকাতেই।
সেখানকার স্থানীয় ইউপি সদস্য তন্ময় চাকমা জানায়, পাশ্ববর্তী গ্রাম পশ্চিম দেওয়ান পাড়ায় এক প্রতিবেশী মারা গেলে তার দাহ ক্রিয়া করতে নৌকা চালিয়ে বাসায় আসার পথে পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ১০-১২টি বোটসহ জাল দিয়ে অনেক খোঁজাখুঁজি করেও না পেলে সোমবার রাতে ভেসে উঠে লাশ। পরে স্থানীয়রা লাশ তার নিজ গৃহে নিয়ে আসে।
নানিয়ারচর থানার ওসি সুজন হালদার জানায়, ননী গোপাল চাকমা নামে নদীতে ডুবে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি কার্যক্রম চলমান রয়েছে।