বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫ | ২৯শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে সংবর্ধনা

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
এপ্রিল ১৭, ২০২৫ ৮:৪৭ অপরাহ্ণ

রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দের বাঘাইছড়ি উপজেলায় শুভ আগমন উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের আয়োজনে সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এ উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। র‍্যালিটি বাঘাইছড়ির মডেল টাউন থেকে শুরু হয়ে চৌমুহনী চত্বরসহ গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে উপজেলা অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়।

অডিটোরিয়ামে অতিথিদের উত্তরীয় পরিয়ে ও ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করেন বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। এরপর শুরু হয় মূল আলোচনা সভা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপি সহ-সভাপতি ও সভাপতি বাঘাইছড়ি পৌর বিএনপি সভাপতি নিজাম উদ্দিন বাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলী । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারন সম্পাদক জাবেদুল আলম বাঘাইছড়ি উপজেলা বিএনপি। সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা বাঘাইছড়ি পৌরসভা সাংগঠনিক সম্পাদক নুরুল আলম বাঘাইছড়ি পৌরসভা। সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার, আহ্বায়ক, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দল। আবু নাছের, সদস্য সচিব, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দল এবং বেলাল হোসেন সাকু, যুগ্ম আহ্বায়ক, রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দল। সভায় সভাপতিত্ব করেন, নুরুদ্দিন রাজু, আহ্বায়ক, বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দল। সঞ্চালনা করেন: হাবিবুর রহমান।

অনুষ্ঠানে রাঙামাটি জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জাহাঙ্গীর আলম তালুকদার বলেন, ৫ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হন। তিনি তার দোষরদের মাধ্যমে ২০২২ সালের ২৬ আগস্ট বিএনপির নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে স্বেচ্ছাসেবক দলের কার্যক্রমে বাধা সৃষ্টি করেছেন। আওয়ামী লীগ দেশ থেকে বিতাড়িত হলেও এখনো তারা দেশকে অশান্ত করার অসদুপায় অবলম্বন করে চলেছে। তাই দলীয় নির্দেশনা অনুযায়ী সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করতে হবে।

বাঘাইছড়ি পৌর বিএনপির সাধারণ সম্পাদক রহমত উল্লাহ খাজা বলেন, যারা দীর্ঘ ১৭ বছর স্বৈরাচারী শাসনের মধ্যে দলের কার্যক্রম বজায় রেখে নির্যাতনের শিকার হয়েছেন, তাদেরকে অবশ্যই দল মূল্যায়ন করবে এবং তাদের দলের সকল কার্যক্রমে প্রাধান্য দেওয়া হবে। তবে কেউ যেন এই পরিস্থিতিকে এমনভাবে ব্যাখ্যা না করে যা দলের সুনাম ক্ষুণ্ন করে।

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম জাবেদ বলেন, বাঘাইছড়ির বিএনপি নেতাকর্মীরা ১৭ বছর ধরে সরকারের নির্যাতনের শিকার হয়ে আসছে। আমাদের নেতা তারেক রহমান ১৭ বছর আগে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন, এখনও তিনি দেশে ফিরতে পারেননি। স্বৈরাচার শেখ হাসিনা এখনো অন্তর্বর্তীকালীন সরকার কে দেশ সংস্কার এ বাধা সৃষ্টি করে যাচ্ছেন, এবং বিএনপি যাতে সরকার গঠন করতে না পারে সেজন্য অসদুপায় অবলম্বন এর চেষ্টায় ভারতে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

বাঘাইছড়ি উপজেলার সভাপতি ওমর আলী বলেন,
যারা অতীতে আওয়ামী লীগের সঙ্গে লিয়াজু করে দলের ক্ষতি করেছেন, তারা যেন ভবিষ্যতে এমন কোনো কর্মকাণ্ডে জড়িত না হন। বিএনপি অস্ত্রের মাধ্যমে নয়, জনগণের ভোটের মাধ্যমেই ক্ষমতায় আসবে। আমাদের সকলকে দলের গঠনতন্ত্র মেনে কাজ করতে হবে। আজকে বিএনপির কর্মসূচিতে মহিলাদের অংশগ্রহণ দৃশ্যমান, যার মূল কারণ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আস্থা ও ভালোবাসা। নেতাকর্মীদের প্রতি আহ্বান গণমানুষের স্বার্থে নিরলস কাজ করতে হবে।

বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দিন বাবু বলেন, রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে তা আগের মতোই বেড়ে গেছে। সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ১৪ টাকা বৃদ্ধি পেয়েছে, মোটা চালের দাম ৫৫ টাকা থেকে ৬০ টাকা পর্যন্ত পৌঁছেছে। এক শ্রেণির সুবিধাভোগী গোষ্ঠী নিজেদের স্বার্থে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে অন্তর্বর্তীকালীন সরকার কে বাধা সৃষ্টি করছে।

পরবর্তীতে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি ও সংবর্ধিত অতিথিদের ক্রেস্ট সম্মাননা প্রদান শেষে অনুষ্ঠানের সভাপতি ও বাঘাইছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নুরুদ্দিন রাজু বলেন, স্বেচ্ছাসেবক দলের এই সংবর্ধনা অনুষ্ঠানকে গণমানুষের সংবর্ধনায় রূপ দিতে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন, সেই বাঘাইছড়ি উপজেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও সংগ্রামী শুভেচ্ছা জানাই।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্বাধীনতা দিবসে সুর নিকেতনের নানা কর্মসূচি পালন

‘গণতন্ত্র হত্যা দিবসে’ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে খাগড়াছড়িতে বিএনপির সমাবেশ 

চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে চোলাই মদসহ একজন আটক

কাপ্তাইয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাঙামাটিতে ১০ লাখ জাল টাকাসহ ২জন আটক

পাহাড়ি-বাঙালি সহিংস ঘটনায় রাঙামাটিতে বিহারে হামলার প্রতিবাদে বৌদ্ধ ভিক্ষুদের সংবাদ সন্মেলন

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চার মাস ধরে বিছানায় শুয়েই দিন কাটাচ্ছেন কোরবান আলী

চম্পাকুঁড়ি খেলাঘর আসরের শীতবস্ত্র বিতরণ

পার্বত্য উপদেষ্টাকে অপসারণে এক সপ্তাহের আল্টিমেটাম

রাঙামাটি জেলা পরিষদে বিতর্কিত সদস্যদের অপসারণের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: