জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সহযোগী সংগঠন ‘জাতীয় শ্রমিক শক্তির’ কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক’ পদেে পদোন্নতি পেয়েছেন পাহাড়ের ছেলে কলিন্স চাকমা। এরআগে তিনি সংগঠনটির কেন্দ্রীয় সংগঠক পদে দায়িত্ব পালন করছিলেন।
পদোন্নতি প্রাপ্তির পর এক প্রতিক্রিয়ায় কলিন্স চাকমা বলেন, ‘দলের নেতৃত্ব আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছে, তা নিষ্ঠা ও কর্মের মাধ্যমে রক্ষা করার চেষ্টা করবো। সংগঠনের লক্ষ্য পূরণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো’।

গেল ১৭ই অক্টোবর জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) সহযোগি সংগঠণ ‘জাতীয় শ্রমিক শক্তির’ আত্মপ্রকাশ হয়। এবং এক বছর মেয়াদের কেন্দ্রীয় কমিটির ঘোষণা করা হয়। এঝ নতুন কমিটিতে পাহাড়ের ছেলে কলিন্স চাকমা ‘কেন্দ্রীয় সংগঠক’ পদ থেকে পদোন্নতি পেয়ে ‘কেন্দ্রীয় যুগ্ম-আহবায়ক’ পদে উন্নীত হয়েছেন।

কলিন্স চাকমার পদোন্নতি ও সাফল্যে গোটা রাঙামাটি জেলা শ্রমিক শক্তির সকল নেতা ও সদস্যবৃন্দ এবং এনসিপি’র জেলা সমন্বয় কমিটির সকল নেতা ও সদস্যবৃন্দ অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

দলীয় সূত্র জানায়, সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও তৃণমূল পর্যায়ে গতিশীল করতে এ পদোন্নতি দেওয়া হয়েছে। কলিন্স চাকমা দীর্ঘদিন ধরে ‘কেন্দ্রীয় সংগঠক’ হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন।

রাঙামাটি এনসিপি’র জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী শহিদুল ইসলাম খান বলেন, ‘কলিন্স চাকমা-এর অভিজ্ঞতা ও নেতৃত্বগুণ জাতীয় শ্রমিক শক্তি তথা সারা বাংলাদেশ এবং রাঙামাটি জেলা শ্রমিক শক্তিকে আরও শক্তিশালী করবে’।

অন্যান্য নেতৃবৃন্দও তাকে শুভেচ্ছা জানান এবং সংগঠনকে এগিয়ে নিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান!


















