কাপ্তাই থানা পুলিশ এর অভিযানে চোলাই মদসহ দুই যুবককে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা হিন্দুপাড়া এলাকার রাহুল বনিক-(২৩) এবং একই জেলাধীন রাউজান পৌরসভার সুলতানপুর দায়রাঘাটা বণিক পাড়ার শ্রাবণ ধর(২০)।
গত শুক্রবার (৩০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩ টায় কাপ্তাই থানার উপ পরিদর্শক (এসআই ) ওমর খান এবং সঙ্গীয় পুলিশ ফোর্স কাপ্তাই উপজেলার ১ নং চন্দ্রঘোনা ইউনিয়ন এর কেপিএম সিনেমা হল এলাকা হতে ২ যুবককে সন্দেহ জনক ভাবে আটক করে এবং তাদের হেফাজতে থাকা ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ জব্দ করে।
কাপ্তাই থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আকতার হোসেন জানান, আটককৃত যুবকদ্বয়ের বিরুদ্ধে কাপ্তাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার সকালে রাঙামাটি কোর্টে প্রেরণ করা হয়েছে।