দীর্ঘ ৪০ বছরের কর্মজীবন শেষে বর্ণহীন বিদায় অনাসার-ভিডিপির সদস্য পিসি মোঃ আবুল কাশেম সহ অন্যান্যদের । গত ৩০ জুন (রবিবার) সন্ধ্যায় বাঘাইছড়ি হিল ভিডিপি’র অফিসে নবগঠিত প্লাটুন সদস্যদের যৌথ উদ্যোগে এই বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় পিসি মোঃ আবুল কাশেম সহ আরও ৩ জনেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন এপিসি মোঃ বারেক মিয়া, হাবিলদার মোঃ মজিবুর রহমান ও ভিডিপি সদস্য মোঃ মতিউর রহমান।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ ছাইফুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলার উপজেলা প্রশিক্ষক মোঃ তানজিল হোসেন আরও উপস্থিত ছিলেন প্লাটুনের সকল সদস্যবৃন্দ।
উক্ত বিদায় অনুষ্ঠানে হিল ভিডিপির পিসি মোঃ আবুল কাশেম বলেন, আমি চাকরি জীবনে প্রায় ৪০ বছর হিল ভিডিপির সাথে কাটিয়েছি। ভিডিপির সকল কর্মকাণ্ডে নিবেদিত ছিলাম। সরকার যখন যা আদেশ করেছেন তখন তারা তা পালন করেছি। কিন্তু আমরা যতটুকু পরিশ্রম করেছি সেই অনুযায়ী আমাদের বেতন ভাতা প্রদান করা হয়নি। আমাদের এই দীর্ঘদিন চাকরি জীবন অতিবাহিত করার পর আমারা এককালীন বা পেনশন এর মতো কোন সুযোগ-সুবিধা পাইনি। ভবিষ্যতে আমাদের আর কোন ভিডিপি সদস্যদের যাতে খালি হাতে অবসর নিতে না হয় সেজন্য আমরা উর্ধতন কর্মকর্তা ও সরকারের প্রতি আহব্বান জানাই।
বাঘাইছড়ি উপজেলার আনসার ও হিল ভিডিপি কর্মকর্তা মোঃ ছাইফুল ইসলাম বলেন, বাঘাইছড়ি আনসার ও হিল ভিডিপি বাহিনীর মধ্যে এমন সুদক্ষ পিসি এপিসি হাবিলদার আর পাওয়া যাবে না তারা সব সময় সকল কাজ সঠিকভাবে পালন করত। বাঘাইছড়ি আনসার ও হিল ভিডিপি তাদের প্রতি চিরঋণী হিসেবে থাকবে।