খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার গাড়ীটানা এলাকায় যৌথ বাহিনীর অভিযানে ত্রিপুরাপাড়া থেকে ১০০ লিটার চোলাই মদ, ০১ বোতল ভারতীয় মদ ও মদ তৈরির সরঞ্জামসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার গাড়ীটানা এলাকায় মদ তৈরি ও বিক্রির সংবাদে ১৬ নভেম্বর বুধবার দিবাগত রাত পৌনে ১২ টায় উপজেলার ৩নং যোগ্যাছোলা ইউনিয়নের গাড়িটানা ত্রিপুরা পাড়ায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা হয়। এ সময় ১০০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ, ০১ বোতল ভারতীয় মদ, মদ তৈরির সরঞ্জামাদিসহ রাসেল কুমার ত্রিপুরা (৩২), পিতা: মৃত বরেন্দ্র কুমার ত্রিপুরা, গ্রাম: উত্তর গাড়ীটানা, পো+থানা: মানিকছড়ি, জেলা: খাগড়াছড়িকে আটক করা হয়।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহনূর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে ১৭ নভেম্বর দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।