দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় বাজার থেকে অদ্ভুত কায়দায় ছিনতাইয়ের ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয় এক ব্যবসায়ীর দোকান থেকে নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। তবে সাধারণ ছিনতাইয়ের মতো নয়, বরং টাকার সাথে অজ্ঞান করার মতো বিশেষ এক ধরনের ওষুধ ব্যবহার করে এই ঘটনা ঘটানো হয়। এলাকাবাসী এটিকে “শয়তানের নিশ্বাস” নামে অভিহিত করছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) চন্দনাইশ উপজেলার সাতঘাটিয়া পুকুর পাড় বাজার এলাকায় ঘটনাটি ঘটে। দোকান মালিক সুমন (৪৫) জানান, দুই যুবক দোকানে এসে কিছু পণ্য কেনার অজুহাতে ৫০ টাকার নোট হাতে দেয়, পুর্বেই তারা টাকার সাথে কৌশলে শয়তানের নিশ্বাস নামক মেডিসিন মিশিয়ে রেখেছিল সম্ভবত। সেই টাকার সংস্পর্শে আসার পরপরই ব্যবসায়ীর মাথা ঘোরা শুরু হয় এবং চোখে অন্ধকার নেমে আসে। সুযোগ বুঝে দুর্বৃত্তরা তার কাছ থেকে নগত ৫ হাজার টাকা নিয়ে দ্রুত একটি মাইক্রোবাসে করে পালিয়ে যায়।
এরপর আশেপাশের লোকজন ছুটে এলে অসুস্থ অবস্থায় ব্যবসায়ীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয়রা জানান, ঘটনাটি এমন দ্রুত ঘটেছে যে ছিনতাইকারীদের আটক করার কোনো সুযোগই মেলেনি। এ নিয়ে এলাকায় চরম ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা বলছেন, প্রতিদিন দোকানপাটে কাজ করা নিয়ে এখন শঙ্কা তৈরি হয়েছে। অনেকেই পুলিশের টহল বাড়ানোর দাবি জানিয়েছেন।
এ বিষয়ে সাতঘাটিয়া পুকুর পাড় বাজার সমবায় সমিতির সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সাধারণ সম্পাদক সুভল কুমার দেব বলেন, এটা অত্যন্ত ভয়াবহ ঘটনা। যেভাবে ওষুধ ব্যবহার করে দোকানদারকে অচেতন করার চেষ্টা করা হয়েছে, তাতে ভবিষ্যতে আরও বড়ো ধরনের ক্ষতি হতে পারে। আমরা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে শাস্তি দেওয়ার দাবি জানাচ্ছি। এবং এই বাজারে সকল ব্যবসায়ী ভাইদেরকে সচেতন থাকার আহবান জানান। এদিকে সাধারণ মানুষও এ ঘটনার নিন্দা জানিয়ে বলছেন, আধুনিক সময়ে ছিনতাইকারীরা নতুন নতুন কৌশল বের করছে। তাই সবাইকে আরও সচেতন থাকতে হবে।

 
         
                     
  







 
                                     
                                    








