ব্যাপক উৎসব মূখর পরিবেশে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলাতে অনুষ্ঠিত হয়েছে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল খেলা।
শনিবার (২৪ মে) দুপুর ২ টায় মহালছড়ি স্টেডিয়ামে অনুষ্টিত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম। বিশেষ অতিথি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ এমএন আবছার।

উপজেলার ৪টি ইউনিয়নের মোট ১২ টি দল নিয়ে ২০ জানুয়ারী শুরু হওয়া টূর্নামেন্ট টি আয়োজন করে ওয়াদুদ ফাউন্ডেশন মহালছড়ি। টানটান উত্তেজনা পূর্ণ লড়াই শেষে গ্রুপ পর্ব, নক আউট পর্ব, সেমিফাইনাল পর্ব শেষ করে ফাইনাল নিশ্চিত করে উপজেলার দুই ফুটবল পরাশক্তি মাইসছড়ি জিয়া স্বৃতি সংসদ ও মহালছড়ি অর্নিবান ক্লাব।
হাজার হাজার পাহাড়ী বাঙ্গালী দর্শকের উপস্থিতিতে হার না মানা লড়াইয়ের মাধ্যমে চরম উত্তেজনাপূর্ণ প্রতিদ্বিন্দ্বিতাপূর্ণ ফাইনালে মাইসছড়ি জিয়া স্বৃতি সংসদকে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন মহালছড়ি অর্নিবান ক্লাব।
খেলায় ম্যান অফ দ্যা ম্যাচ সমর জয় ফাইনাল সেরা খেলোয়ার তানভির হোসেন, সেরা গোল কিপার তানুমং মারমা, সেরা গোলদাতা যৌথভাবে নির্বাচিত হয়েছেন মোঃ জুয়েল,মোঃজাহিদ, ক্যজরি মারমা, জুয়েল রানা।
মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক এড.আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুর রব রাজা, মোঃ আবু তালেব।
পুরস্কার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য বলেন, খেলাধুলা শুধু বিনোদন নয় এটি যুব সমাজকে সুস্থ ও সৃশৃঙ্খলভাবে গড়ে তুলতে বড় ভূমিকা রাখে। খাগড়াছড়িতে প্রত্যেকটি উপজেলায় ওয়াদুদ ফাউন্ডেশন এমন আয়োজন যুব সমাজকে সহ পাহাড়ে বসবাসরত সকল সম্প্রদায়ের মানুষকে উজ্জীবিত প্রাণোবিত এবং অনুপ্রাণিত করবে।
বক্তব্য শেষে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলকে ট্রফি এবং চেক প্রদান সহ রেফারি,ধারাভাষ্যকার, স্পন্সর, প্রেসক্লাব, অতিথিদের সম্মামনা ক্রেস্ট প্রদান করা হয়।

 
         
                     
  







 
                                     
                                    








