শুক্রবার , ১৮ জুলাই ২০২৫ | ৪ঠা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জুলাই শহীদদের স্মরণ রাজস্থলীতে বিএনপির কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙ্গামাটি
জুলাই ১৮, ২০২৫ ৮:৫৫ অপরাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল–বিএনপি রাজস্থলী উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার সকাল ১০ টায় ঐতিহাসিক জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে এক কালো ব্যাচ ধারণ ও মৌন মিছিল কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিএনপির অস্থায়ী কার্যলয় হতে কালো ব্যাচ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয় এবং সেখান থেকে উপজেলার বিভিন্ন দিক প্রদক্ষিণ করে মৌন মিছিল টি কার্যলয়ে এসে শেষ হয়। এ কর্মসূচির মাধ্যমে শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানানো এবং জাতির মর্যাদার প্রতীক এই আন্দোলনকে যথাযথভাবে স্মরণ করাই মূল উদ্দেশ্য।

মিছিলে উপস্থিত ছিলেন রাজস্থলী উপজেলা বিএনপি সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ, সাধারণ সম্পাদক মঞো মারমা, সিনিয়র সহ সভাপতি আবুল হাসেম, সাংগঠনিক সম্পাদক বাবলু মিয়া, বিভিন্ন ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীকে নিজ নিজ ব্যানারসহ মিছিলে অংশগ্রহণ করেন। পরে উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার খলিলুর রহমান শেখ এর সভাপতিত্বে আলোচনা সভায় নেতৃবৃন্দরা বলেন, জুলাই–আগস্ট গণঅভ্যুত্থান এদেশের মানুষের আত্মত্যাগ, প্রতিবাদ ও মুক্তির সংগ্রামের প্রতীক। শহীদদের আত্মদান কেবল ইতিহাস নয়, তা হলো আমাদের চলার পথের চেতনা ও অনুপ্রেরণা।

তাদের আত্মত্যাগের মর্যাদা দিতেই সারা দেশে বিএনপি ধারাবাহিকভাবে এই কর্মসূচি পালন করে যাচ্ছে। এই মৌন মিছিল ও কালো ব্যাচ ধারণের মাধ্যমে শহীদদের প্রতি আমাদের শ্রদ্ধা ও প্রতিজ্ঞা আবারও নতুন করে উচ্চারিত হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: