”শান্তি ও সমৃদ্ধির অন্বেষায়” স্লোগানকে সামনে রেখে লায়ন্স ক্লাব অব চিটাগাং রাংঙামাটি ফুরোমন এলিটের ২০২৩-২০২৪ সেবাবর্ষের দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান ২৭ সেপ্টেম্বর রাঙামাটি সদরের নিউ মার্কেটস্থ আশিকা কনভেনশন হলে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫- বি৪ এর রিজিওন ২ এর সম্মানিত চেয়ারপার্সন এবং রাঙামাটি ফুরোমন এলিটের গাইডিং লায়ন লায়ন পারভীন মাহমুদ এফ সি এ, পিএমজেএফ, ডিসট্রিক্ট চেয়ারপার্সন লায়ন মোহাম্মদ জামাল উদ্দিন, ডিস্ট্রিক্ট কো-চেয়ারপারসন লায়ন আবেদা বেগম,
ডিস্ট্রিক্ট অবজারভার লায়ন আ ন ম বোরহান উদ্দিন চৌধুরী, লায়ন সুবর্ণা চাকমা প্রমুখ।
সভার দুই অধিবেশনের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন ফুরোমন এলিটের বিদায়ী সেক্রেটারি লায়ন দীপাঞ্জন দেওয়ান, এবং দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন সেবাবর্ষ ২০২৩-২০২৪ এর সভাপতি ও আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্ এর নির্বাহী পরিচালক লায়ন বিপ্লব চাকমা।
নতুন ক্লাব সেক্রেটারি এবং ট্রেজারার হিসেবে দায়িত্ব বুঝে নেন লায়ন কিংশুক চাকমা এবং বাঞ্চা নিধি খিসা।
উক্ত সভায় ক্লাবের সকলে ঐক্যবদ্ধভাবে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠী এবং প্রতিবন্ধীদের উন্নয়নে কাজ করার জন্যে দৃঢ় প্রত্যয় ব্যক্ত হন।