পার্বত্য অঞ্চলের শান্তি সম্প্রীতি বজায় রাখতে সেনাবাহিনীর ভূমিকা অতুলনীয়। সেনাবাহিনী দূর্গম এলাকায় জনগোষ্ঠী সম্প্রদায়ে জীবনমান উন্নয়ন লক্ষে শিক্ষা, চিকিৎসা সেবা পৌঁছে দিচ্ছে।
সোমবার (২রা ডিসেম্বর) সকালে খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার দীঘিনালা ইউনিয়নের মধ্যবানছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়রে মাঠে পাহাড়ী সম্প্রদায়ের মাঝে মেডিকেল ক্যাম্পিং করা হয়। এসময় অন্তত আড়াই শতাধিক মানুষের মাঝে দীঘিনালা জোনের ৪ইষ্ট বেঙ্গলের সেনাবাহিনীর পক্ষ হতে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এসময় মেডিকেল ক্যাম্পে চিকি সেবা দেন দীঘিনালা জোনের মেডিকেল অফিসার আরএমও মো: রাকিবুল ইসলাম রনি।
এদিকে মেডিকেল ক্যাম্পিং পরিদর্শক করেন দীঘিনালা জোনের অধিনায়ক লে.কর্নেল মোঃ ওমর ফারুক (পিএসি)। এসময় আরো উপস্থিত ছিলেন, ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন এমএ মোমেন শিহাব।