জেলার দীঘিনালা উপজেলায় বন্যা পরিস্থিতিতে প্লাবিত হয়েছে নিম্নাঞ্চলগুলো।
এতে সোমবার বিকেল থেকে দীঘিনালা, লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সাজেক সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে অসংখ্য মানুষ।

চলতি বছরে পরপরই ৪ টা বন্যা হওয়ায় বেশ ক্ষতিগ্রস্তে দিশেহারা প্লাবিত অঞ্চলের পরিবার গুলো। শনিবার হতে টানা বৃষ্টিতে প্লাবিত অঞ্চলগুলোর মানুষের জন্য উপজেলা প্রশাসন ২১টি আশ্রয় কেন্দ্র প্রস্তত করা হয়েছে। এবং জানাযায় ২১টি আশ্রয়কেন্দ্রে অন্তত ৩’শ পরিবার আশ্রয় নিয়েছে।
আশ্রয় নেয়া পরিবারগুলোর মাঝে উপজেলা বিএনপির পক্ষ থেকে আশ্রয়ে থাকা পরিবারগুলোকে দিনে এবং রাতে খিচুড়ি রান্না করা খাবার পৌঁছে দেয়া হচ্ছে। এসময় অন্তত ৬০০শ মানুষের মাঝে খিচুড়ি প্যাকেট তুলে দেওয়া হয়েছে।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন জানান, চলমান বন্যা পরিস্থিতিতে আশ্রয় কেন্দ্রে আসা পরিবারগুলোর মাঝে উপজেলা বিএনপির পক্ষ থেকে দিন এবং রাতে খিচুরী রান্না করে খাবার পৌঁছে দেয়া হচ্ছে।


















