কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় দুর্নীতি দমন কমিশন (দুদক) দলের আচমকা উপস্থিতিতে তটস্থ হয়ে পড়ে সরকারি বিভিন্ন দপ্তর।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে দুদকের কক্সবাজারের সহকারী পরিচালক সাখাওয়াত হোসেনের নেতৃত্বে দলটি প্রথমে উপজেলা নির্বাচন অফিসে হানা দিয়ে রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তি ও পাসপোর্ট ইস্যু সংক্রান্ত অভিযোগে নথিপত্র সংগ্রহ করে।
পরে বিকেলে ইসলামপুর ইউনিয়ন পরিষদে গিয়ে প্রকল্প সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের পাশাপাশি সরেজমিনে নতুন ইউনিয়ন পরিষদ ভবন, কৈলাসের ঘোনা ও বাঁশকাটা এলাকায় সাবেক চেয়ারম্যান নুরুল আলমের সময় বাস্তবায়িত দুটি ড্রেন ও একটি সড়ক পরিদর্শন করে।
তদন্ত শেষে দুদকের কর্মকর্তা শাখাওয়াত হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে প্রকল্পের নথি ও বাস্তবায়নের মধ্যে মিল খোঁজা হচ্ছে। সত্যতা প্রমাণিত না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।