রাঙামাটির লংগদুতে স্পীডবোট দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস (৩৫) নামে একজন নিহত হয়েছে তার বাড়ি লংগদু উপজেলার সোনাই ৫নং এলাকায়।এসময় গুরতর আহত অস্থায় আরো দুজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
স্পীডটি মঙ্গলবার সকাল ১১টার দিকে দুইজন শিশু ও চালক সহ মোট ১৩জন যাত্রী নিয়ে উপজেলার মাইনী ঘাট থেকে রাঙামাটির উদ্দেশ্য রওনা করে। লংগদু উপজেলার মধুয়াছড়া এলাকায় আসলে ঘাটে ভেড়ানো একটি টলারের সাথে সজরে ধাক্কা দিয়ে ঘটনা স্থলে বোটটি দুমড়েমুচড়ে ডুবে যায়। সাথে সাথে জান্নাতুল ফেরদৌস(৩৫) পানিতে ডুবে যায় এবং গুরতর আহত হয় ৭ বছরের এক শিশু সালমান ও ৬০ বছরের বৃদ্ধা কবির হোসেন।
শিশুটির বাড়ি উপজেলার কালাপাকুজ্জা ইউনিয়ন এবং বৃদ্ধার বাড়ি গুলশাখালী ইউনিয়নে। বোটে থাকা আরো ৭জন যাত্রী উদ্বার করা হয়েছে।
ঘটনার সাথে সাথে নদীতে জাল ফেলে নিহতের লাশ উদ্ধার করে লংগদু সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।
এ সময় লংগদু উপজেলা নির্বাহী কর্মকর্তা আকিব ওসমান, লংগদু থানা পুলিশ এবং স্থানীয়রা লাশ উদ্ধারের কাজে অংশ নেয়।
লংগদু থানার ওসি ( তদন্ত) সানজিদ আহম্মদ বলেন, নিহতের লাশ ময়না তদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহত বৃদ্ধা ও শিশুকে চিকিৎসার জন্য খাগড়াছড়ি প্রেরণ করা হয়েছে।