কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি রেঞ্জের আওতাধীন খুটাখালী বনবিটের বনপাহারা দলের সদস্যদের মাঝে পোশাক বিতরণ করা হয়েছে।
২৭ সেপ্টেম্বর ( শনিবার) বিকেলে খুটাখালী বিট কর্মকর্তার কার্যালয়ে পোশাক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্বে করেন বিট কর্মকর্তা মোঃ নাজমুল ইসলাম।
এসময় তিনি বলেন, সরকারের পাশাপাশি স্থানীয় জনগোষ্ঠী ও বনপাহারা দলের সদস্যদের বন ও প্রকৃতি রক্ষা কার্যক্রমে আরো বেশি নিবিড়ভাবে সংযুক্ত হতে হবে।
বন ও পরিবেশ রক্ষায় সুফল প্রকল্প বনবিভাগের সহযোগী হিসেবে কাজ করছে। পাহারা দলের সদস্যদের বন পাহারা ও সচেতনতার কারণে গাছ পাচার কমেছে। তাই বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করতে টহল দলকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
পোষাক বিতরণকালে টেকসই বন ও জীবিকা সুফল প্রকল্প খুটাখালী-সেগুন বাগিচা-বাগানপাড়া বন সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সেলিম উদ্দিন, বন পাহারা দলের টিম লীডার ছৈয়দুল হক, এফজি ছৈয়দ মুনির হোসেন, আয়াত উল্লাহ মজুমদার, ওয়ালিউল ইসলামসহ পাহারা দলের নারী-পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।