রাঙামাটির সাজেক পর্যটন কেন্দ্রে যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি নিহত হয়েছেন। তিনি পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এঘটনায় আহত হয়েছেন আরও ১২ জন। খবর পেয়ে স্হানীয় সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা উদ্ধার তৎপরতা চালান। পরে আহতদের উদ্ধার করে দীঘিনালা ও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) দুপুর দেড়টার দিকে সাজেক হাউসপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সাজেক থানার ওসি কানন সরকার হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মূলত সাজেক ভ্যালীর খাড়াই পথ উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারায় পর্যটকবাহী জীপ গাড়িটি। প্রায় দেড়শো ফুট নিচে খাদে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে অন্য আহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তবে হতাহতরা সবাই খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার কাজ চালান।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান বলেন -সাজেকে গাড়ি দুর্ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থী রুবিনা আফসানা রিংকি মারা গেছেন। এছাড়া এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য আছে আরও ১১ জন আহত হয়েছেন। আহতদের দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে পর্যটকবাহী এসব ফিটনেস বিহীন যানবাহন ও অদক্ষ চালকদের কারণে বারবার সাজেকে দুর্ঘটনা ঘটছে- বলে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে পর্যটক ও স্হানীয়দের।


















