অসহায়, নির্যাতিত, বিধবা ও স্বামী পরিত্যাক্তা নারীদের আত্মকর্মসংস্থানে মাশরুম ও হাঁসমুরগি পালন বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ মঙ্গলবার( ১৭ মে) হতে কাপ্তাই উপজেলা বিআরডিবি মিলনায়তনে শুরু হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদের আয়োজনে এবং মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ৩ দিনব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) মুনতাসির জাহান।
এইসময় ইউএনও মুনতাসির জাহান বলেন, এই প্রশিক্ষণের লক্ষ্য হচ্ছে ঘরে বসে আয়বর্ধনমূলক কাজের মাধ্যমে আয় বৃদ্ধিকল্পে নারীদের ক্ষমতায়িত করা।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রিনি চাকমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জনাব শামসুল আলম চৌধুরী, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা এবং কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত।
প্রশিক্ষণে ৩০ জন অসহায়, বিধবা ও স্বামী পরিত্যাক্তা মহিলা অংশ নিচ্ছেন।