থেমে থেমে বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পানিতে বেড়েই চলেছে রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি। পানি বাড়তে থাকায় রাঙামাটি শহরের কাপ্তাই তীরবর্তী এলাকায় নির্মিত স্থাপনার পানিতে ডুবে যাচ্ছে। এতে জন দুর্ভোগও বাড়ছে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের রুলকার্ভ অনুযায়ী এ সময়ে ১০১. ৩০ ফুট এমএসএল (মীন সী লেভে বা সমুদ্র পৃষ্ঠ থেকে)। কিন্তু বর্তমানে এ পানি অবস্থান করছে সর্বশেষ তথ্য অনুযায়ী ১০৬.৯৭ ফুট এমএসএল। সে হিসেবে ৫ ফুটেরও বেশি পানি রয়েছে হ্রদে।
কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের জানিয়েছেন, আর ২ ফুট পানি বৃদ্ধি পেলে বাঁধের স্পীলওয়ে (স্লুইচ গেট) দিয়ে অতিরিক্ত পানি ছেড়ে দিয়ে বাধের উপর চাপ কমানো হবে। তবে বৃষ্টি না হলে তা হবে না।
তিনি আরো জানান বর্তমানে কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ৫টি ইউনিট থেকে প্রতি সেকেন্ডে ২০৩ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে। উৎপাদিত বিদ্যুতের পুরোটাই জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে।