শনিবার, মার্চ ২৫News That Matters

সেনাবাহিনীর উদ্যােগে রাজস্থলীতে হেডম্যান-কার্বারী সম্মেলন

শেয়ার করুন:

রাজস্থলী প্রতিনিধি।

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী, কাপ্তাই অটল ৫৬ বেঙ্গল এর ব্যবস্থাপনায়, রাজস্থলী সাব জোনের উদ্যাগে রাজস্থলী সাব জোন প্রাঙ্গনে হেডম্যান কার্বারী সম্মেলন অনুষ্টিত হয়েছে।

রোববার (২০ মার্চ) দুপুর এ উপলক্ষে কাপ্তাই জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আনোয়ার জাহিদ, পি.এস.সি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় জোন কমান্ডার বলেন, আমি সে ২৩ বেঙ্গল থেকে দায়িত্ব নেওয়ার পর দায়িত্ব পালন করে নিজেকে গর্বিত মনে করছি । প্রথম থেকেই সেনাবাহিনী পার্বত্য এলাকায় অত্যান্ত ঝুঁকি নিয়ে সফলতার সাথে কাজ করছে। এখানে পিছিয়ে পড়া জনগোষ্ঠির আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনী নিরলস ভাবে কাজ করে আসছে ।

তিনি বলেন, আপনাদের সাহায্য নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই। দূর্গম এলাকার মানুষ যারা এখনো আধুনিকতার ছোয়া পায়নি তাদের আমরা একবিংশ শতাব্দীতেই আধুনিকতার ছোয়া দিতে চাই। ভবিষ্যতে সকলের জন্য উন্নয়নের ধারা অব্যাহত থাকবে বলে তিনি জানান।

তিনি আরো বলেন, এলাকার শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কেন না পাহাড়ে সন্ত্রাসীরা মাথা উঁচু করে নিরীহ পাহাড়ীদের অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদা আদায় করে। তাদের প্রতিহত করে শান্তি ফিরিয়ে আনতে হবে। নইলে এ পার্বত্য অঞ্চলের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হবে। চাঁদাবাজ অস্ত্রধারী কারো বন্ধু হতে পারেনা। সুতরাং আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাসীদের প্রতিরোধ করে আপনারাই শান্তিতে বসবাস করবেন।

এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন কাপ্তাই জোনের নবাগত জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ নুর উল্লাহ জুয়েল পি.এস.সি, রাজস্থলী সাবজোন কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন, রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার শান্তনু কুমার দাশ, সিনিয়র সহকারি পুলিশ সুপার আবু সালেহ, লেঃ মোঃ লাবিব হাসান রিদম, থানা পুলিশ উপ পরিদর্শক মোহাম্মদ ইয়াছিন সহ সেনাবাহিনীর অন্যান্য অফিসার, হেডম্যান, কার্বারী, মেম্বার ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *