শনিবার, মার্চ ২৫News That Matters

বরকল স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম বিতরণ

শেয়ার করুন:

নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।

উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় রাঙামাটির বরকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সরঞ্জাম বিতরণ করা হয়েছে।

সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেএসব সরঞ্জাম বিতরণ করা হয়। সরঞ্জামের মধ্যে রয়েছে অক্সিজেনন কনসেন্ট্রেটর ৩টি, অক্সিজেন সিলিন্ডার ১০টি, অক্সিমিটার ১০টি, স্ট্রেচার ১০টি, রোগীর বেড ৫টি, হুইল চেয়ার ৬টি, সাকশন মেশিন ৫ টি, নেবুলেইজার ১০টি, ফাস্ট এইড বক্স ১২টি, এক্সরে ডস ম্যাজারমেন্ট মিটার ৩টি।

বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল উপজেলা চেয়ারম্যান বিধান চাকমা।

বরকল উপজেলা নির্বাহী কর্মকর্তা জুয়েল রানার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুচরিতা চাকমা, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প কর্মকর্তা ঝিমি চাকমা উপস্থিত ছিলেন।

বরকল স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার আব্দুল্লাহ আল সায়মন ও ডাঃ চাঁদ সুলতানা এসব সরঞ্জাম গ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *