শুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও অপরাধ
  3. উন্নয়ন খবর
  4. এক্সক্লুসিভ
  5. এনজিও
  6. করোনা আপডেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্রীড়া ও সংস্কৃতি
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. খাগড়াছড়ি
  11. খোলা জানালা
  12. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. পর্যটন

রুমায় খাঁদে মিলল লাশ

প্রতিবেদক
প্রতিনিধি, রুমা, বান্দরবান
ফেব্রুয়ারি ১০, ২০২৩ ৮:১২ অপরাহ্ণ

বান্দরবানের রুমা উপজেলায় দুর্গম রুনতং পাড়া এলাকার পাহাড়ের খাদে থেকে বগালেক পাড়ার লারাম বম এর লাশ উদ্ধার করেছে রুমা থানা পুলিশ।

উদ্ধার হওয়া লাশের শনাক্ত করেছেন তার পরিবারের স্বজন লালকিম বম ( কিম)।

কিম জানান লাশ আমরা শনাক্ত করেছি, সে আমার বড় ভাই লালরামচনহ্ বম লারাম(৪৩)। সে বগালেক পাড়ার সাংরিয়াম বমের বড় ছেলে।

আজ শুক্রবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে রেমাক্রী প্রাংসা ইউনিয়নের রুনতং পাড়া পার্শ্বতী এলকায় একটি ঝরনার খাদ থেকে লাশটি উদ্ধার করেছে- রুমা থানা অফিসার ইনচার্জ ( ওসি-তদন্ত) মোহাম্মদ মনির হোসেন নেতৃত্ব পুলিশের একটি দল।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত রবিবার (৫ফেব্রুয়ারী) সন্ধ্যায় বগালেক পাড়া গীর্জায় চলাকালে সশস্ত্র সংগঠনের সদস্যরা গীর্জায় প্রবেশ করে লালরামচনহ বম (লারাম) ডেকে নিয়ে যায়। সশস্ত্র সংগঠনের নাম জানতে চাইলে তারা এরিয়ে যায়।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলমগীর হোসেন বলেন লাশ উদ্ধার করে বিকেলে থানায় পৌঁছেছে।লাশের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হবে। অন্যান্য আইনী প্রক্রিয়া চলমান আছে বলেন পুলিশের এই কর্মকর্তা জানান।

 

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত