রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে কাফনের কাপড় মাথায় বেঁধে সাধারণ শিক্ষার্থীরা গণমিছিল করেছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) বিকেল ৩টা ৩০ হতে বিএসপিআই এর সি়ভিল উড ডিপার্টমেন্টের শিক্ষার্থী ইমতিয়াজ আবছার চৌধুরী, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের রিশাদ মাহমুদ, মো: মাসুম, হাবিবুর রহমান এবং মুজাহিদুর রহমান নকিব এর নেতৃত্বে গণমিছিলটি ক্যাস্পাস প্রদক্ষিণ করে বিকেল ৪ টায় সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সংক্ষিপ্ত সমাবেশে বিএসপিআই এর ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মোঃ মুজাহিদুর রহমান নকিব বলেন, দাবী আদায় না হওয়া পর্যন্ত আমরা সুইডিশিয়ানরা প্রথম থেকে মাঠে ছিলাম এবং লড়াই করে যাবো। দাবী আদায়ের জন্য শরীরের শেষ নিঃশ্বাস পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।
প্রসঙ্গত: সারাদেশে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র আন্দোলনের ছয় দফা দাবী লক্ষ্যে কাপ্তাই বিএসপিআই এ সাধারণ শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে গণমিছিল করেন বলে জানান বিএসপিআই এর ইলেকট্রিক্যাল বিভাগের শিক্ষার্থী মোঃ মুজাহিদুর রহমান নকিব।
এর আগে একই দাবিতে গত বুধবার এবং গত বৃহস্পতিবার বিএসপিআই এর সাধারণ শিক্ষার্থীরা মশাল মিছিল, প্রতিবাদ সমাবেশ এবং সড়ক অবরোধ করেন।