প্রবাসী শামসুল আলম মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে জটিল রোগী, কন্যাদায়গ্রস্থ পিতা ও দ্বীনি মাদ্রাসায় এককালীন আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।
৩ নভেম্বর ( সোমবার) বিকেলে ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পুর্ব গোমাতলীতে লিভার রোগীকে ৫ হ্জার, জালালাবাদ ইউনিয়নের খামার পাড়ার কন্যাদায়গ্রস্থ পিতাকে ১০ হাজার ও পোকখালী মাদরাসায় ১০ হাজার টাকা আর্থিক অনুদান দেয়া হয়েছে।
মানবিক ফাউন্ডেশনের উপজেলা সমন্বয়ক মোঃ শাহজান বলেন, সকলের আন্তরিক সহযোগিতায় ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতা অব্যহৃত রয়েছে। আমরা উপজেলার অসহায় নারী-পুরুষের পাশে আছি, থাকব ইনশাআল্লাহ।
ফাউন্ডেশন চেয়ারম্যান, মানবিক মানুষ শামসুল আলম বলেন, একমাত্র মহান আল্লাহকে খুশি করার জন্য আমি দান করছি। কাউকে খুশি করতে নই। যতদিন বেঁচে আছি মানবতার পাশে আছি।


















