রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বাড়তে থাকায় বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬ টা থেকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬ টি জলকপাট সাড়ে ৩ ফুট করে খোলা হয়েছে। এতে জলকপাটের মাধ্যমে সেকেন্ডে প্রায় ৬৮ কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশিত হচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার সন্ধ্যা ৭ টায় কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান জানান, আজ সন্ধ্যা ৬ টায় হ্রদে পানির উচ্চতা ছিল ১০৮.৮৩ ফুট মীনস সি লেভেল (এম.এস.এল)। যা বিপদ সীমার অনেক উপরে, এছাড়া হ্রদে পানি ধারণ ক্ষমতা ১০৯ ফুট এম.এস.এল। বৃষ্টিপাত অব্যাহত থাকায় উজান হতে নেমে আসা পাহাড়ি ঢলে মুহূর্তে মুহূর্তে হ্রদে পানি বাড়ছে, ফলে আমরা প্রথম দিন গত ৫ আগস্ট দিবাগত রাত ১২ টা ৫ মিনিটে ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দিলেও পরবর্তীতে দেড় ফুট, এর পরে আড়াই ফুট এবং পরবর্তী ৩ ফুট করে পানি ছেড়ে দিলেও পানির উচ্চতা বাড়তে থাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সাড়ে ৩ ফুট করে ছেড়ে দিয়েছি।
এদিকে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ৫ টি ইউনিট চালু থাকায় এই ৫ টি ইউনিট দিয়ে প্রতি সেকেন্ডে ৩২ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ হতে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে বলে জানান কেন্দ্রের কন্ট্রোল রুমে দায়িত্বরত প্রকৌশলীরা।