রবিবার, মার্চ ২৬News That Matters

জীবতলীতে স্কুলড্রেস ও অর্থ বিতরণ সেনাবাহিনীর

শেয়ার করুন:

 

রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সেনাবাহিনীর ৭ আর ই ব্যাটালিয়নের উদ্যোগে অসহায় দুস্থদের মাঝে ড্রেস ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে ।

সোমবার সকাল সাড়ে ১০ টায় জীবতলী সেনানিবাসে জীবতলী ইউনিয়নের ৬০ জন শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস, স্কুলব্যাগ, পানির ফ্লাক্স এবং সিলিং ফ্যান বিতরণ করা হয়।

এইছাড়া হরিনছড়া এলাকার প্রতিবন্ধী এক পরিবারকে ১৫হাজার টাকা, ডলুছড়ি মঈনপাড়া অসুস্থ পারিবারকে ৩ বান টিন এবং ঐ এলাকার দুস্থ শিশু সুজন চাকমাকে নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়।

৭ আর ই ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মো.ফেরদৌস হাসান পিএসসি উপস্থিত থেকে এই বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন ।

এইসময় তিনি বলেন ,পার্বত্যঞ্চলে শান্তি শৃংখলা রক্ষায় ‘অপারেশন উত্তরণ’ অধীনে বাংলাদেশ সেনাবাহিনী নিরলস পরিশ্রম করে চলছে। এবং অত্র অঞ্চলের অবকাঠামোগত ও আর্থ-সামাজিক উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী প্রত্যক্ষভাবে অবদান রেখে চলছে’।

বিতরন অনুষ্ঠানে ৭ আর ই ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোস্তাকিন, ক্যাপ্টেন মাহামুদুল হাসান, ক্যাপ্টেন কাউছার, ৪ নং কাপ্তাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রকৌশলী আবদুল লতিফ সহ এলাকার জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *