রাঙামাটির কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার দাখিল শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা, ঈদ এ মিলাদুন্নবী, বার্ষিক পুরস্কার বিতরণ এবং পাগড়ী প্রদান অনুষ্ঠান বুধবার (১৯ফেব্রুয়ারি) কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
মাদ্রাসা শিশু সদন এর সভাপতি মো তফাজ্জল হক সওদাগর এর সভাপতিত্বে সহকারী মৌলভী মুহাম্মদ জাকির হোসেন এর সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান, কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ, সুইডিশ দারুল উলুম নুরাণী মাদ্রাসার পরিচালক হাফেজ মোকাম্মেল হোসেন, কাপ্তাই প্রজেক্ট নুরানী মাদ্রাসার পরিচালক মাওলানা শামসুল হক, মাদ্রাসা কমিটির সদস্য মো.আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন।
শুভেচছা বক্তব্য রাখেন মাদ্রাসা ভারপ্রাপ্ত সুপার মাওলানা আবুল কাশেম। ঈদে মিলাদুন্নবীর উপর আলোচনা করেন- ইবতেদায়ী প্রধান কাজী জাহেদুল ইসলাম। এসময় হেফজ বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ মাহমুদুল হাসান সাজিদকে পাগড়ি প্রদান করা হয়। দোয়া, মুনাজাত শেষে বিজয়ীদের মাঝে বার্ষিক পুরস্কার বিতরণ করা হয়।