কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ৫ টি ইউনিয়নের শতাধিক গ্রামে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। আজ ২৪ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে ঈদগাঁও পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের সামনে এ মানববন্ধন করা হয়।
মানববন্ধনে বক্তারা-আগামী এক সপ্তাহের মধ্যে লোডশেডিং না কমলে ও ডিজিএমের অপসারণ করা না হলে বিদ্যুৎ অফিস ঘেরাওসহ বড় ধরণের কর্মসূচি দেয়া হবে বলে ঘোষণা দেন।
বক্তারা বলেন, ঈদগাঁও উপজেলার শতাধিক গ্রাম বিদ্যুতের ক্ষেত্রে বৈষম্যের শিকার। এখানে বিদ্যুৎ থাকে না বলেই চলে। সপ্তাহের ছুটির দিনেও নানা অজুহাতে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বন্ধ থাকে। ফলে মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
সভায় বক্তব্য রাখেন এনসিপি নেতা তারেকুর রহমান, রহিম চৌধুরী, ছাত্রদল নেতা হাবিব আজাদ, সাংবাদিক মিছবাহ উদ্দিন, নাছির উদ্দীন ও মনির আহমদ প্রমুখ।

 
         
                     
  







 
                                     
                                    








