শুক্রবার , ২৯ আগস্ট ২০২৫ | ৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে ড্রেনেজ নির্মানে অনিয়ম, ঠিকাদার উধাও

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
আগস্ট ২৯, ২০২৫ ৭:৩০ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও বাজারের কোটি টাকার ড্রেনেজ প্রকল্প নির্মাণে ব্যাপক অনিয়ম এবং কাজ ফেলে ঠিকাদার প্রতিষ্ঠান উধাও হয়ে যাওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। তিন বছর আগে শুরু হওয়া এই প্রকল্প এখনও সম্পন্ন না হওয়ায় ব্যবসায়ী ও সাধারণ মানুষ চরম দুর্ভোগে রয়েছেন।

জানা গেছে, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ২ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে ঈদগাঁও স্টেশন থেকে বঙ্কিম বাজার পর্যন্ত প্রায় দুই কিলোমিটার ড্রেনেজ নির্মাণ কাজ শুরু হয় ২০২২ সালে। দীর্ঘ প্রতীক্ষার পর এ প্রকল্পের কাজ শুরু হলে বাজারের ব্যবসায়ী ও বাসিন্দারা স্বস্তির শ্বাস নিয়েছিলেন। তারা আশা করেছিলেন, বৃষ্টির পানি জমে থাকা, দুর্গন্ধ ও সড়কের ক্ষয়ক্ষতির মতো দীর্ঘদিনের সমস্যার সমাধান হবে।

কিন্তু কাজ শুরু হওয়ার পর থেকেই নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার, সঠিক পরিমাপ না মানা, উপকরণ কম দেওয়া এবং রাতের আঁধারে গোপনে ঢালাই করার মতো অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠান ‘উইমার্ক ইন্টারন্যাশনাল এর বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, ড্রেনেজের ঢালাই কাজে মাটি মিশ্রিত বালি, নিম্নমানের ইট ও কংক্রিট ব্যবহার করা হয়েছে। পাশাপাশি ঢালাইয়ের সময় মাটির পাশে সুরক্ষা টিন বসানো হয়নি, যার ফলে ঢালাইয়ের রস মাটির মধ্যে মিশে গিয়ে কাঠামোর স্থায়িত্ব প্রশ্নবিদ্ধ হচ্ছে। এসব অনিয়মের কারণে স্থানীয় ইউপি সদস্য নুরুল হুদা একাধিকবার কাজ বন্ধ করতে বাধ্য হন।

ব্যবসায়ীদের অভিযোগ, প্রকল্পের শিডিউলে ড্রেনেজের সঙ্গে টয়লেট লাইন সংযোগের কোনো বিধান না থাকলেও দায়িত্বরত প্রকৌশলী এস. এম. আবির গোপনে অর্থের বিনিময়ে কয়েকটি স্থাপনার সঙ্গে টয়লেটের অবৈধ সংযোগ দিয়েছেন। এর ফলে ড্রেনেজের ভেতর পচা দুর্গন্ধযুক্ত পানি জমে বাজার এলাকার পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে।

সবচেয়ে চাঞ্চল্যকর অনিয়ম হলো, ড্রেনেজের মাঝখানে ডজনাধিক বৈদ্যুতিক খুঁটি রেখে ঢালাই সম্পন্ন করা হয়েছে। বৃষ্টির সময় এসব খুঁটির চারপাশে পানি জমে প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে এবং দুর্ঘটনার ঝুঁকিও বাড়ছে।

বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদ ও জুয়েলার্স সমিতির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম বলেন, ‘শিডিউল অনুযায়ী কাজ হচ্ছে না। নানা অনিয়মের পরও তড়িঘড়ি করে কাজ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছে ঠিকাদার প্রতিষ্ঠানটি। আমরা সঠিক তদন্ত এবং দায়ীদের শাস্তি দাবি করছি।

অভিযোগের বিষয়ে দায়িত্বরত প্রকৌশলী এস. এম. আবির বলেন, বিদ্যুৎ কর্তৃপক্ষ খুঁটি সরাতে সহযোগিতা করেনি। তবে কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ঈদগাঁও জোনাল অফিসের ডিজিএম রাজন পাল বলেন, ‘খুঁটি সরানোর আবেদন দেওয়ার পর ঠিকাদার আর আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তারা নিজ দায়িত্বে কাজ চালিয়ে গেছেন।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঈদগাঁও উপজেলা উপপ্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল বলেন, অনিয়মের বিষয়টি খতিয়ে দেখা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেন, প্রকল্পের বিস্তারিত জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরই জানাতে পারবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

প্রথম কর্মদিনেই বৈষম্যবিরোধী ছাত্রদের তোপের মুখে জেলা পরিষদের চেয়ারম্যান

রামগড়ে উদ্যোক্তা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

খাগড়াছড়িতে ‘দর্পিত শপথে শ্রদ্ধার্ঘ্য পিতা’ আবৃত্তি সন্ধ্যা অনুষ্ঠিত

নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাই-এ এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত

বিলাইছড়িতে সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ

বিলাইছড়িতে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় কর্তৃক বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

প্রশংসা কুড়িয়েছে কাপ্তাই শিল্পকলা একাডেমির গীতিনৃত্যনাট্য ‘এই বিজয় রক্ত কেনা’

সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চার মাস ধরে বিছানায় শুয়েই দিন কাটাচ্ছেন কোরবান আলী

error: Content is protected !!
%d bloggers like this: