‘ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে খেলতে চল’, এই স্লোগান কে ধারণ করে বাঘাইছড়িতে হাজী মরহুম অধ্যাপক এম জহির আহম্মদ ও মরহুম শাহ আলম স্মৃতি স্মরণে অলিম্পিক বার ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল সাড়ে ৪টায় বটতলী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বটতলী সরকারী বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো মধ্যম পাড়া আদর্শ যুব সংঘ বনাম কাচালং নবীন সংঘ জুনিয়র একাদ্বশ এর ফাইনাল ম্যাচ। খেলায় দুই দলের প্রতিদ্বন্দ্বিতায় কোন দল বিজয়ী না হওয়ায় পরবর্তীতে ট্রাইবেকারে মাধ্যমে মধ্যম পাড়া আদর্শ যুব সংঘ -৩ কাচালং নবীন সংঘ জুনিয়র একাদ্বশ ২ গোলে বিজয়ী নির্ধারণ করা হয়।
উক্ত খেলায় নুরউদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাবেদুল আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম। উপজেলা বিএনপির অর্থ-সম্পাদক ইউসুফ নবী।বাঘাইছড়ি পৌর বিএনপির সহ-সভাপতি আবছার উদ্দীন। বাঘাইছড়ি পৌর যুব দলের আহবায়ক নিজাম উদ্দীন। বটতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিতাব আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
বটতলী স্পোর্টিং ক্লাবের সাংগঠনিক সম্পাদক নাঈম উদ্দীন কাদের এর সঞ্চালনায় প্রধান পরিচালকের দায়িত্ব পালন করেন পঞ্চম কর্মকার, এবং সহকারী পরিচালকের দায়িত্ব পালন করেন হান্নান ও মিজানুর রহমান সাগর।
খেলা শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি জাবেদুল আলম বলেন, যাদের স্মরণে খেলার আয়োজন করা হয়েছে তারা এই এলাকার কৃতি সন্তান ছিলেন এবং তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করে এলাকাবাসীর উদ্দেশ্যে তাদের কৃতিত্ব তুলে ধরেন।
নুরুউদ্দীন রাজু বলেন, টুর্নামেন্ট সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে পারায় সকলকে ধন্যবাদ জানান এবং সুন্দর খেলা উপহার দিয়ে দর্শকদের আনন্দিত করায় খেলোয়াড়দের কে ধন্যবাদ জানান।সেই সাথে বটতলী স্পোর্টিং ক্লাবের নানাবিধ সমস্যা নিরসনে নের্তৃবৃন্দ দের আহবান জানান।
বক্তব্য শেষে বিজয়ী দলকে ট্রফি ও প্রাইজমানি হিসেবে ১৫০০০ টাকা পুরষ্কার বিতরণ করা হয়। এবং রানার্স আপ দলকে ট্রফি ও প্রাইজমানী হিসেবে ১০০০০ টাকা পুরষ্কার বিতরণ করা হয়।