আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস ২০২৫ উপলক্ষে রাঙামাটির কাপ্তাইয়ে আলোচনা সভা ও বর্ণাঢ্য প্রচারাভিযান করা হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) সকালে কাপ্তাই উপজেলা পরিষদ এর সম্মেলন কক্ষ কিন্নরী তে স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা আশিকা ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস বাস্তবায়নাধীন “এমপাওয়ারমেন্ট প্রকল্প” এর উদ্যোগে “Ensuring Access to Environmental Information in the Digital Age” বা “ডিজিটাল যুগে পরিবেশগত তথ্য প্রাপ্তি নিশ্চিতকরণ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিন। এসময় তিনি বলেন, বর্তমান যুগে আইনটির গুরুত্ব রয়েছে এবং এর সঠিক প্রয়োগের জন্য অংশগ্রহনকারীদের উৎসাহিত করতে হবে। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন, ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার, রাইখালী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান পাইমুই খই মার্মা, এবং চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের কমিউনিটি হেলথ প্রোগামের প্রোগাম ম্যানেজার বিজয় মার্মা।
আলোচনার শুরুতে ওয়াগ্গা ইউনিয়নের কমিউনিটি চেইঞ্জ মেকার গ্রুপের দলনেতা নিতী তালুকদার দিবসের ধারণাপত্র পাঠ করেন। এর আগে উপজেলা পরিষদের সম্মুখ সড়কে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড হাতে এক বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে প্রচারাভিযান অনুষ্ঠিত হয়। প্রচারাভিযানে পথচারীদের ব্যাপক মনোযোগ আকৃষ্ট হয়। এসময় উপজেলার ৫ টি ইউনিয়ন থেকে আগত কমিউনিটি চেইঞ্জ মেকার গ্রুপের যুব ও যুবনারীরা এ আয়োজনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।


















