বাঘাইছড়ি উপজেলায় শিক্ষা সচেতন নাগরিক সমাজের নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (১৮ অক্টোবর) বিকাল ২টায় বটতলী উচ্চ বিদ্যালয় মাঠে “বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজ”-এর আয়োজনে এ অভিষেক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি এসএম শফিউল আজম। এতে বাঘাইছড়ি শিক্ষা সচেতন নাগরিক সমাজের বিভিন্ন পর্যায়ের সদস্য, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সার্বিক দিক আরও মানসম্মত করে শিক্ষার উপযোগী পরিবেশ গড়ে তোলা এবং শিক্ষার্থী ভর্তি বৃদ্ধির লক্ষ্যে করণীয় বিষয়ে উপস্থিত সকলের উন্মুক্ত দিকনির্দেশনামূলক আলোচনা হয়।
বক্তারা বলেন, “শিক্ষা সচেতন নাগরিক সমাজের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। এমন আয়োজনের মাধ্যমে অভিভাবক ও সমাজের সবাই আরও দায়িত্বশীল ও সচেতন হয়ে বিদ্যালয়ের উন্নয়নে ভূমিকা রাখবেন।”