সোমবার , ১৪ জুলাই ২০২৫ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

নিরাপদ খাদ্য ও প্রযুক্তিনির্ভর কৃষি চর্চায় বাঘাইছড়িতে দিনব্যাপী ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ১৪, ২০২৫ ৩:৫১ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়িতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও পার্টনার প্রকল্পের যৌথ উদ্যোগে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর এবং নিরাপদ খাদ্য উৎপাদনের দিকনির্দেশনায় ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস ২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।

প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রোলার ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন এন্টারপেনরসিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী পার্টনার ফিল স্কুল চারটি ইউনিয়নে শতাধিক কৃষক-কৃষাণী বাস্তবায়নকারীদের নিয়ে পার্টনার ফিল স্কুল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ নাসিম হায়দার। এতে রাঙামাটি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. মনিরুজ্জামান সভাপতিত্বে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার, রাঙামাটি পার্টনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজউদ্দীন। বিশেষ অতিথি মোহাম্মদ ওয়াসিফ রহমান, উপজেলা কৃষি অফিসার, লংগদু উপজেলা। স্বাগত বক্তা মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার, বাঘাইছড়ি উপজেলা।

আরো উপস্থিত ছিলেন, উমর আলী, সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাঘাইছড়ি উপজেলা শাখা। কবীর আহমেদ, উপজেলা আমীর, বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাঘাইছড়ি উপজেলা শাখা। জাবেদুল আলম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাঘাইছড়ি উপজেলা শাখা। নিজামউদ্দিন বাবু, সভাপতি, পৌর বিএনপি, বাঘাইছড়ি উপজেলা। রহমতুল্লাহ খাজা, সাধারণ সম্পাদক, পৌর বিএনপি, বাঘাইছড়ি উপজেলা। এছাড়াও সরকারি কর্মকর্তা, এসএএও, সাংবাদিক, পিএফএস ও নন-পিএফএস কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

সকলের উপস্থিতিতে জাতীয় ফল মেলা ২০২৫-এর আওতায় কৃষকদের বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, কীটনাশক ব্যবহারের সঠিক পদ্ধতি, পানির সেচ ব্যবস্থাপনা ও আধুনিক কৃষি যন্ত্রপাতির ব্যবহার সরাসরি হাতে-কলমে শেখানো হয়। কীভাবে সঠিক কীটনাশক ব্যবহার করতে হবে, কীভাবে সার প্রয়োগ করতে হবে এবং কোন সময়ে কোন ফসলের উৎপাদন বেশি হয়—এসব বিষয়ে মাঠপর্যায়ে বাস্তব প্রদর্শনীর মাধ্যমে দেখানো হয়।

সভাপতিত্ব করেন মোঃ আসাদুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি স্বাগত বক্তব্যে বলেন, এই পার্টনার প্রকল্প বাঘাইছড়ির কৃষকদের জন্য এক বড় সুযোগ। মাঠ পর্যায়ে কৃষক-কৃষাণীরা এখন নিরাপদ খাদ্য উৎপাদন ও আধুনিক কৃষি পদ্ধতি শিখছেন। ফিল্ড স্কুলের মাধ্যমে হাতে-কলমে প্রশিক্ষণ পেয়ে কৃষকরা স্বাবলম্বী হবেন এটাই আমাদের লক্ষ্য।

বাঘাইছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাবেদুল আলম বলেন, কৃষিকে বাঁচাতে হলে প্রযুক্তির সাথে কৃষকের বন্ধন তৈরি করতে হবে। কৃষি বাঁচলে বাঁচবে দেশ।রাজনৈতিক ভিন্নতা থাকলেও কৃষি উন্নয়নে আমরা একসাথে।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘাইছড়ি শাখার আমির মাওলানা কবির আহমদ বলেন, কৃষকের উৎপাদনশীলতা বাড়াতে হলে নিরাপদ ও টেকসই কৃষি পদ্ধতি শেখাতে হবে। পার্টনার প্রকল্প সেই উদ্যোগকে সহজ করে দিচ্ছে।

গেস্ট অব অনার উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরিন আক্তার বলেন, কৃষির বিকাশ ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রশাসন সবসময় কৃষকের পাশে আছে। নারীরা যেন এই প্রকল্প থেকে বেশি উপকৃত হয়—সেটিও আমরা মনিটর করছি।

ফোকাল পার্সন সিনিয়র মনিটরিং অফিসার মোহাম্মদ রিয়াজউদ্দীন বলেন, ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় পার্টনার প্রকল্পের আওতায় কৃষকদের প্রশিক্ষণ, নিরাপদ বীজ বিতরণ, প্রাকৃতিক কীটনাশক ব্যবহার ও একাধিক ফসলি জমির পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। কৃষকরা মাঠ পর্যায়ে কীভাবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করবেন, কীভাবে কম খরচে বেশি উৎপাদন সম্ভব—সেই দিকনির্দেশনা আমরা দিচ্ছি। সরকারের লক্ষ্য, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

তালুকদার পাড়া ফিল্ড স্কুলের একজন কৃষাণী ইনা চাকমা বলেন, এই প্রকল্প থেকে আমরা কীভাবে নিরাপদ সবজি উৎপাদন করতে হয় শিখেছি। আগে বাজার থেকে কীটনাশক কিনে ভুলভাবে ব্যবহার করতাম—এখন নিজেরাই জৈব সার তৈরি করি, কীটনাশক কমাই। এতে খরচও কমছে, আয় বাড়ছে।

অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ মোঃ নাসিম হায়দার বলেন, সরকার কৃষি খাতকে টেকসই করতে ওয়ার্ল্ড ব্যাংকের সহায়তায় প্রায় ৬০ হাজার কোটি টাকার বেশি বাজেট বাস্তবায়ন করছে। নিরাপদ খাদ্য শস্যউৎপাদন, কৃষিপণ্য রপ্তানি, প্রাকৃতিক কীটনাশক ব্যবহার ও কৃষক প্রশিক্ষণের ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকরা সরাসরি মাঠ পর্যায়ে নতুন প্রযুক্তি শিখছে, যা দেশের খাদ্য নিরাপত্তা ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই কংগ্রেসের মাধ্যমে বাঘাইছড়ি অঞ্চলের কৃষকরা আধুনিক কৃষি পদ্ধতি, নিরাপদ খাদ্য উৎপাদন ও বহুফসলি চাষের নতুন দিগন্ত সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালা কাঠ ব্যবসায়ী সমিতির বিশেষ সাধারণ সভা

রাজস্থলীতে শান্তিপূর্ণভাবে চলছে উপজেলা পরিষদ নির্বাচন

বঙ্গবন্ধুর সমাধিতে রাঙামাটি জেলা আ.লীগের শ্রদ্ধাঞ্জলি দলীয় রাজনীতিতে আলোচনার বিষয়স্তু

পাহাড়ের উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নেওয়া হচ্ছে– উপদেষ্টা সুপ্রদীপ চাকমা

বিদ্যুৎ সেবায় চরম হয়রানি, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

বাঘাইহাটের দূর্গম নিউথাংনাং পাড়ায় বিজিবির শীতবস্ত্র বিতরণ

কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির নেতৃত্বে মুছা, লোকমান ও ফজলুল

কাপ্তাইয়ে যৌতুকের ১০ লাখ টাকা পরিশোধ না করায় মারধরের অভিযোগ

পরের বউ নিয়ে উধাও ইউপি মেম্বার সন্তোষ চাকমা; পরোয়ানা পেয়ে খুঁজছে পুলিশ

রামগড়ে গরু মাংস ৭শ টাকা কেজি করায় বিক্রি বন্ধ করেছে ব্যবসায়ীরা

error: Content is protected !!
%d bloggers like this: