কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক এমপি জাফর আলমের মুক্তির দাবীতে মিছিল করায় ২২ জন আওয়ামী লীগের নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) বিকাল তিনটার দিকে চকরিয়া থানার এসআই নাছির উদ্দিন বাদি হয়ে এ মামলাটি দায়ের করেন। মামলায় আরও ৩০ থেকে ৩৫ জন অজ্ঞাতনামা আসামী দেখানো হয়েছে।
বুধবার সকাল ৯টায় সাবেক এমপি জাফর আলমকে চকরিয়া উপজেলা জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিতে আনেন। আদালতে শুনানী চলাকালীন সময়ে আওয়ামী লীগের তিন শতাধিক নেতাকর্মী জাফর আলমের মুক্তির দাবীতে মিছিল করেন। এঘটনায় পুলিশ ১৬জন নেতাকর্মীকে গ্রেফতার করেন। তাদেরকে বিভিন্ন মামলায় আসামী দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেন। বৃহস্পতিবার পুলিশ বাদী হয়ে আওয়ামী লীগ ও যুবলীগের ২২জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে।
আসামীরা হলেন, চকরিয়া পৌরসভার ৭নং ওয়ার্ডের বিনামারা এলাকার মৃত সিরাজুল হকের পুত্র হেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ডের মগবাজার এলাকার আবুল কাশের পুত্র হাসান আল বসরী, ৭নং ওয়ার্ডের নিজপানখালী আনন্দ বডুয়ার পুত্র বিপ্লব বডুয়া, বীর ভদ্র বডুয়ার পুত্র বাবুল বডুয়া, ৫নং ওয়ার্ডের করাইয়াঘোনার মৃত দেলোয়ার হোসেনের পুত্র জামাল উদ্দিন জয়নাল, আহমদ হোসেনর পুত্র ঈসমাইল হোসেন, ৫নং ওয়ার্ডের শফির পুত্র শফিউল আজিম, ৬নং ওয়ার্ডের মৃত সিরাজুল হকের পুত্র হেলাল উদ্দিন, ৫নং ওয়ার্ডের রশিদার বিল এলাকার রশিদ আহমদের পুত্র গিয়াস উদ্দিন, ৭নং ওয়ার্ডের বিনামারার সামসুল আলমের পুত্র বেলাল উদ্দিন, ৬নং ওয়ার্ডের মগবাজার এলাকার মোহাম্দ হোসেনের পুত্র এনামুল হক মঞ্জুর ও ওসমান গণি, নাগু সওদাগরের পুত্র সাবেক ভাইস চেয়ারম্যান বেলাল উদ্দিন শান্ত, চিরিঙ্গা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সওদাগর ঘোনা সামসুল আলম সওদাগরের পুত্র নাসির উদ্দিন মেম্বার, ৪নং ওয়ার্ডের জসিম উদ্দিনের পুত্র খোরশেদ আলম, চিরিঙ্গা ইউনিয়নের ৪নং ওয়ার্ডের বুড়িপুকুরের আবুল কাশেমের পুত্র বজল করিম, খুটাখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মৃত সোলতান আহমদের পুত্র তৌহিদুল ইসলাম মিতু, মাইজকাকারা রহিম উল্লাহর পুত্র রোকন উদ্দিন, পূর্ববড়ভেওলা ইউনিয়নের আনিছপাড়ার মৃত ইউনুছের পুত্র ইস্তফা হাবিব, চিরিংগা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আকবর আহমদের পুত্র আনোয়ারুল ইসলাম প্রকাশ পুতু ও সুমন সহ ২২জনের নাম উল্লেখ করা হয়েছে। এরমধ্যে ৩০-৩৫জন অজ্ঞানামা দেখানো হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানান, আওয়ামী লীগের চিহিৃত নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করা হয়েছে। দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও তারা বুধবার সকালে মিছিল করেছে। আসামীদের ধরার জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।