মঙ্গলবার, মার্চ ২১News That Matters

কৃষকদের ২ দিনের প্রশিক্ষণ শুরু জুরাছড়িতে

শেয়ার করুন:

জুরাছড়ি প্রতিনিধি।

জুরাছড়ি উপজেলায় অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের দু’দিন ব্যাপী প্রশিক্ষণ শুরু করেছে।

শনিবার (১২ মার্চ) উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন সোহেল।

এ সময় উপ সহকারী কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে জুরাছড়ি, বনযোগীছড়া, মৈদং ও দুমদুম্যা ইউনিয়নের ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন।

 

এ সময় ১১ জন কৃষককে সবজির বীজ ও সেচ যন্ত্রপাতি বিতরণ করা হয়। প্রশিক্ষণ আগামীকাল শেষ হবে।

সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা প্রশিক্ষনার্থীদের সনদ প্রদান করবেন বলে জানিয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন।

এর আগে বনযোগীছড়া ইউনিয়নের শুকনাছড়ি গ্রামে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *