রাঙামাটি জেলার লংগদু উপজেলাধীন কাপ্তাই হ্রদ থেকে এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে মোঃ সাদ্দাম হোসেন (৩০) নামের এক জেলে কাপ্তাই হ্রদে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হয়। নিহত সাদ্দাম হোসেন সারা দিন বাড়িতে না ফেরায় আত্মীয়স্বজনরা অনেক খোঁজাখুঁজি করে এক পর্যায়ে ঝর্না টিলার সামনে কাপ্তাই হ্রদে মৃতের মাছ ধরা নৌকা ও মৃতের পায়ের জুতা পাওয়া যায় ও নৌকায় কিছু জেলেদের রশি পাওয়া যায়।
স্থানীয় লোকজন জানান, মৃত সাদ্দাম কে না পাওয়ায় স্থানীয় লোকজন ও পরিবারের সন্দেহ হয়। তখন গ্রামের লোকজন নিয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে মাছ ধরার জাল আর অক্সিজেন দিয়ে খোঁজাখুঁজি করে পানির নিচে মৃতের শরীরে মাটি ভর্তি বস্তা তাহার শরীরে বাধা অবস্থায় সোমবার বিকাল আনুমানিক ৪টার দিকে কাচকি জালে নিহতের মৃত দেহ পাওয়া যায়।
নিহতের পরিচয় পাওয়া গেছে, সাদ্দাম (৩০) পিতা- মোঃ হানিফ, মাতা-মমতাজ,গ্ৰাম -ঝর্না টিলা ৭নং ওয়ার্ড, লংগদু, থানা, জেলা রাঙ্গামাটি। স্থানীয় লোকজন পারিবারিক কলহের জের ধরে এই হত্যাকান্ড সংঘটিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফেরদৌস ওয়াহিদ জানান, উক্ত ঘটনার খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে তাৎক্ষণিক ভাবে মৃত্যুর রহস্য জানা যায়নি। ময়না তদন্তের পর বিস্তারিত জানা যাবে।