রাঙামাটিতে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েও চাকরি না দেওয়ার কারণে দুই প্রতারককে আটক করা হয়েছে।
সোমবার বিকালে শহরের কল্যাণপুর টিটিসি সড়ক এলাকা হতে ভুক্তভোগিদের অভিযোগের প্রেক্ষিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে এই দুই প্রতারককে আটক করার পরে কোতোয়ালী থানায় সোপর্দ করা হয়।
থানা সূত্রে জানাগেছে,আসামীরা হলেন- মোঃ নাসির উদ্দিন (৪৩) পিতা -আয়েত আলী, সাং-গোপাল নগর,থানা-ব্রাক্ষন পাড়া, জেলা-কুমিল্লা। সে শেয়ার পয়েন্ট ক্ষুদ্র সমবায় সমিতির একাউন্টটিং অফিসার। মোঃ মোজাম্মেল হক (২৭) পিতা,মোঃ নফুর সরদার সাং-শোভনালী, থানা-আসাসুনি, জেলা-সাতক্ষীরা। সেও শেয়ার পয়েন্ট ক্ষুদ্র সমবায় সমিতির অডিট অফিসার বলে দাবি করেন।
পুলিশ ও ভুক্তভোগিরা জানান, শহরের কল্যাণপুর টিটিসি এলাকায় রাস্তার সাথে ৫তলা একটি ভবনে শেয়ার পয়েন্ট ক্ষুদ্র সমবায় সমিতি নামে একটি অফিস করেন। সে অফিসে চাকরি দেবে বলে স্থানীয় ৬জন থেকে ২৭ হাজার টাকা নিয়ে ও তাদের চাকরি না দেওয়ার অভিযোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান পরিচালনা করে তাদের আটক করে। পরে অভিযুক্তদের সাক্ষী প্রমানের ভিত্তিতে দোষী হওয়ায় কোতোয়ালী থানার পুলিশকে সোপর্দ করে থানা নিয়ে যাওয়া হয়।
ভুক্তভোগি মিন্টু চাকমা ও সেকেল চাকমা বলেন, আমরা স্থানীয় ৬ জন চাকরির জন্য তাদেরকে ২৭ হাজার টাকা প্রদান করি। আমাদেরকে চাকরি দিবে বলে আমাদের সাথে প্রতারণা করছে। তাই আমরা বিষয়টি নির্বাহী ম্যাজিস্ট্রেটকে অবগত করলে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ধরা হয়। আমরা এই প্রতারকদের বিচার চাই।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফুল আমিন বলেন, মোবাইল কোর্ট পরিচালনা করে শহরের কল্যাণপুর টিটিসি এলাকা হতে ২ প্রতারককে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে তাদেরকে থানায় সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে প্রতারণার মামলার প্রস্তুতি চলছে।