রাঙামাটির বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে উদ্বোধন করা হয়েছে ক্যান্টিন। বুধবার (১ জানুয়ারি) সকাল ১০টায় স্কুলের সিঁড়ি ঘাটের দিকে ছাত্রী হোস্টেলের পাশে ক্যান্টিনটি ফিতা কেটে উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম।
প্রধান শিক্ষক বলেন, বাচ্চাদের ( শিক্ষার্থীর) কথা মাথায় রেখে এ ক্যান্টিন করা হয়েছে। শিক্ষার্থীরা অনেক সময় না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় সারাদিন কেটে দেয় এবং ক্লাস করতে হয়। বাজারে যেতে একটু সময় লাগে। এজন্য তাদের অনেক অসুবিধা হয়। মূলতঃ তাদের সুবিধার জন্য স্কুলের পাশে এই ক্যান্টিনটি করা হয়েছে। অন্যাদিকে ক্যান্টিনটি হওয়ার কারণে শিক্ষার্থীসহ অভিভাবকরাও খুশি।
উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা, পিটিএ কমিটির সভাপতি মো. জাফর আহমদ, অবসরপ্রাপ্ত শিক্ষক কাজল কান্তি দে, সিনিয়র শিক্ষক প্রণব কুমার নাথ, শিক্ষক জসীম উদ্দীন তালুকদার, রনবীর চাকমা, রিকান চাকমাসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।
এছাড়াও উপস্থিত ছিলেন সাথোয়াই মার্মা, অংশে প্রু মার্মা (বেলাল), আরতি কুমার চাকমা, কৃষ্ণা দে, সিবু চাকমা, স্নেহ কুমার চাকমা। প্রোভাইডার হিসেবে দায়িত্বে থাকবেন বীথিকা চাকমা। ক্যান্টিন কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থী ছাড়াও সকলের জন্য উন্মুক্ত। সকাল কিংবা পড়ন্ত বিকালে। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত বিলাইছড়ি সৌন্দর্য উপভোগ করা যাবে এই ক্যান্টিন থেকে।