দীঘিনালা উপজেলায় গতকাল থেকে টানা ভারী বর্ষণে পানিতে তলিয়ে গিয়েছে, অন্তত ২০ টি গ্রামের ১ হাজার বসতঘর। এতে পানি বন্দি হওয়ায় ঘর ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছে পরিবারের লোকজন।
আজ বুধবার সকালে সরেজমিনে দেখা যায়, উপজেলার বোয়ালখালী, দীঘিনালা, কবাখালী ও মেরুং ইউনিয়নের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অন্যদিকে রাঙামাটির লংগদু ও বাঘাইছড়ি উপজেলার সাথে দীঘিনালা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন। গতকাল রাত থেকে মুষলধারে বৃষ্টির কারনে সাজেক সড়কের ৪ টি স্খানে পানিতে তলিয়ে যাওয়ায় সাজেকে আটকা পড়েছে ৪৬৫ পর্যটক।
সাজেকে আটকা পড়া পর্যটক নিয়ে জানতে চাইলে, সাজেক কর্টেজ ও মালিক সমিতির সহ-সভাপতি চাইথোয়াই অং চৌধুরী (জয়) জানান, ভারী বর্ষনে সাজেক খাগড়াছড়ি সড়কের বিভিন্ন জায়গায় বন্যার পানি উঠে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় পর্যটকবাহী কোন যানবাহন আজ চলাচল করেনি। পর্যটকদের কথা বিবেচনা করে। আটকা পড়া পর্যটকদের কথা বিবেচনা করে তাদের থাকা খাওয়া সুযোগ সুবিদার বিষয় গুলো দেখাশোনা করবে সাজেক কর্টেজ মালিক সমিতি। সাজেক ৪৬৫ জন পর্যটক আটকা পড়েছে।