নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
রাঙামাটি জেলায় ৩ লক্ষ ৬২ হাজার মাস্ক বিতরণ করবে বেসরকারী উন্নয়ন সংস্থা ব্র্যাক। কার্যক্রমটি বাস্থবায়নের জন্য ব্র্যাকের ১৬০০ ‘স্বাস্থ্য সেবিকা’ ও ‘স্বাস্থ্যকর্মী’র মাধ্যমে তৃণমুল পর্যায়ে মানুষের ঘরে ঘরে এই মাস্ক পৌছে দেয়া হবে। বৈশ্বিক মহামারি করোনায় সচেতনতা বাড়াতে এ উদ্যোগ নিয়েছে সংস্থাটি।
গতকাল বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয়ে মাস্ক বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, ব্র্যাক রাঙামাটির জেলা সমন্বয়ক মোঃ হাবিবুর রহমান, জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও ব্র্যাকের কর্মিরা উপস্থিত ছিলেন।
ব্র্যাকের রাঙামাটি জেলা সমন্বয়কারী মোঃ হাবিবুর রহমান বলেন, চলমান কোভিড মহামারিতে সারাদেশে জনগনের মধ্যে ব্র্যাক ৫ কোটি ৬০ লক্ষ মাস্ক বিতরণের কাজ শুরু করেছে। এর অংশ হিসেবে রাঙামাটি জেলায় ৩ লক্ষ ৬২ হাজার মাস্ক বিতরনের কাজ ১০ ফেব্রুয়ারি থেকে শুরু করেছ।