শনিবার, মার্চ ২৫News That Matters

করোনার প্রভাবে হ্রাস পেতে পারে শ্রবণশক্তি : গবেষণা

শেয়ার করুন:

অনলাইন ডেস্ক।

করোনা মহামারির প্রথম দিকে আক্রান্তদের শরীরে বেশি মাত্রায় উপসর্গ দেখা দিলেও নতুন ধরনগুলোর ক্ষেত্রে উপসর্গ কম দেখা যাচ্ছে। তবে করোনা সেরে ওঠার পরেও অনেকের ক্ষেত্রে কিছু শারীরিক সমস্যা দেখা যাচ্ছে। শ্রবণশক্তি হারিয়ে ফেলা তার মধ্যে অন্যতম।

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ইউনিভার্সিটি অব বাফেলো এবং বস্টনের হার্ভার্ড মেডিক্যাল স্কুলের আই অ্যান্ড ইয়ার ইনস্টিটিউট-এর এক গবেষণা বলছে- করোনা আক্রান্ত ব্যক্তিরা কানে ব্যথা, কানের ভিতর ভোঁ ভোঁ আওয়াজ, এমনকি এবং শ্রবণশক্তি হ্রাসের মতো শারীরিক উপসর্গের সম্মুখীন হচ্ছেন।

গবেষকরা জানান, কোভিড আক্রান্ত প্রাপ্তবয়স্কদের মধ্যে ৮ থেকে ১৫ শতাংশ মানুষের এই শ্রবণশক্তি হ্রাস বা কানে ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিচ্ছে, যা এক দিকে বিরক্তিকর এবং পাশাপাশি উদ্বেগজনকও। করোনা থেকে সুস্থ হয়ে ওঠার পরেও তাদের মধ্যে এই লক্ষণগুলো দেখা গেছে।

চিকিৎসকরা বলছেন, করোনা ভাইরাস কানের সোয়ান কোষগুলিতে প্রভাব ফেলতে সক্ষম। তাই কানের এই সমস্যাগুলো দেখা দিলে দ্রুত ইএনটি বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ নিতে হবে। এ ছাড়াও বিশেষজ্ঞদের মতে, কয়েকটি পদ্ধতি যেমন-গভীর শ্বাসের ব্যায়াম, ভাসোডিলেশন এবং স্টেরয়েড থেরাপি ইত্যাদি এ ক্ষেত্রে প্রাথমিকভাবে সহায়ক হতে পারে বলে জানিয়েছেন তারা।-দৈনিক আমাদের সময়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *