বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ রাঙামাটি জোলা শাখা উদ্যোগে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত সারা বাংলাদেশ একযোগে সমাবেশ ও মিছিল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শ্রী অরুপ কুমার মুৎসুদ্দি শিক্ষক মহোদয় সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
গত ২২,২৩ সেপ্টেম্বর ২০২৩ গন অনশন ও গণ অবস্থান কর্মসূচি চলাকালে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী রাজনৈতিক উপদেষ্টা ও আওয়ামীলীগে নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান জনাব কবির বিন আনোয়ার প্রতিনিধি মাধ্যমে অক্টোবর মাসের মধ্যে সাত দফা দাবি বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করা হয় এবং এর মাধ্যমে গণ অনশন ও গণ অবস্থান কর্মসূচি শেষ করা হয়।
তাই এই প্রতিশ্রুতি অক্টোবর মাসের মধ্যে দ্রুত বাস্তবায়নের দাবিতে রাঙামাটিতে বক্তব্য রাখেন, টিপু চাকমা, মৃদুল ধর, শ্রী তাপস আচায্য, রবীন্দ্রনাথ মাষ্টার, সমীরণ বড়ুয়া, লোমা লুসাই, পলাশ কুসুম চাকমা, ইন্দ্র দত্ত তালুকদার, ইন্টু মনি তালুকদার প্রমুখ।
সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, সংখ্যালঘু বিষয়ক জাতীয় কমিশন গঠন, অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে প্রকৃত স্বত্বাধিকারীদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন, দেবোত্তর সম্পত্তি আইন প্রণয়ন, পার্বত্য শান্তিচুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ ও পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন সহ সরকারি দলের নির্বাচনী ইশতেহারে সংখ্যালঘু স্বার্থবান্ধব প্রতিশ্রুতিসমূহ বাস্তবায়নের দাবি জানান বক্তারা।