রাঙামাটি মোনঘর শিশু সদনের অধ্যয়নরত শিক্ষার্থীদের সহায়তার জন্য রাঙামাটি শিল্পকলা একাডেমিতে চলছে দুই দিনব্যাপী চিত্রকর্ম বিক্রয় প্রদর্শনী।
এ বিক্রয়কর্ম প্রদর্শনী থেকে প্রাপ্ত সকল অর্থ মোনঘরের শিক্ষার্থীদের জন্য ব্যয় করা হবে।
দুদিনের প্রদর্শনীতে শুক্রবার সকালে এ চিত্রকর্ম বিক্রয় প্রদর্শনী উদ্বোধন করেন রাঙামাটি জেলা পরিষদের সদস্য ঝর্ণা খীসা।
এ সময় মোনঘর নির্বাহী পরিচালক অশোক কুমার চাকমা, মনোঘর সাপোর্ট গ্রুপের সদস্য ডাক্তার পরেশ খীসা, প্রতুল দেওয়ান, নন্দ কিশোর চাকমা, শিক্ষাবিদ অঞ্জুলিকা খীসা, এঞ্জেলনা দেওয়ান উপস্থিত ছিলেন।
চিত্রকর্ম বিক্রয় প্রদর্শনীতে পাহাড়ের ৯ জন চিত্রশিল্পী এবং তিনজন ফটোগ্রাফার পাহাড়ের বিভিন্ন দৃশ্য প্রদর্শনীতে তুলে ধরেন। প্রদর্শনীতে ৭৭ টি ছবি স্থান পেয়েছে। এ চিত্রকর্ম প্রদর্শনীতে পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠী, প্রকৃতি, জীববৈচিত্র্য ফুটিয়ে তোলা হয়। শনিবার সন্ধ্যায় এ প্রদর্শনী শেষ হবে।