নির্বাচনী হলফনামায় তথ্য গোপনের অভিযোগে খাগড়াছড়ির রামগড় উপজেলার এক চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং কর্মকর্তা।
বুধবার (১৭ এপ্রিল) দুপুরে খাগড়াছড়ি জেলা নির্বাচন নির্বাচন কমিশন কার্যালয়ে আয়োজিত মনোনয়ন যাচাই বাছাইয়ে রামগড় উপজেলার চেয়ারম্যান প্রার্থী কংজঅং মারমার মনোনয়ন বাতিল গোষণা করেন রির্টানিং কর্মকর্তা ও খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম।
তফসীল অনুযায়ী বুধবার ছিল ষষ্ঠ উপজেলা পরিষদে প্রথম ধাপের নির্বাচনে মনোনয়ন বাছাইয়ের দিন।
রামগড় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কংজঅং মার্মা হলফনামায় মামলার তথ্য গোপন করায় তার মনোনয়ন পত্র বাতিল করা হয়। বাতিল মনোনয়নের বৈধতা চ্যালেঞ্জ করে আগামী ১৭-২০ এপ্রিল আপিল করার সুযোগ রয়েছে এবং আপিল শুনানি ২১ এপ্রিল বলে জানান রির্টানিং কর্মকর্তা ও খাগড়াছড়ি জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম।
রামগড় উপজেলায় চেয়ারম্যান পদে বৈধ দুই প্রার্থী হলেন, বিশ্ব প্রদীপ কুমার কার্বারী, মো. আব্দুল কাদের।পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মো. আনোয়ার ফারুক, মো. নুরুল আমীন, মোবারক হোসেন বাদশা, শামসুদ্দিন মিলন, মো.ওমর ফারক এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে হাছিনা আক্তার ও নাছিমা আহসান নীলা।
এদিন খাগড়াছড়ি জেলার রামগড়, মানিকছড়ি, মাটিরাঙ্গ ও লক্ষিছড়ি ৪ উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের মনোনয়ন বাছাই করা হয়। এর আগে গত ১৫ এপ্রিল ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।
তফসিল অনুযায়ী, ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে।