বাঘাইছড়ি উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন মিলনায়তনে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েট কর্তৃক আয়োজিত নগদ অর্থ ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের সভাপতি শিরীন আক্তার। নগদ ৬ হাজার টাকা ও স্বাস্থ্য সামগ্রী সমূহ ৮৫০ পরিবারকে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, কাচালং সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক মীর কামাল হোসেন, বেসরকারি সংস্থা আশিকার ফোকাস অফিসার সুব্রত চাকমাসহ স্থানীয় জনপ্রতিনিধিবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন,এনজিও আশিকার এমন সার্বিক সহযোগিতাকে ধন্যবাদ জানাই। পাশাপাশি এধরনের কাজ তারা অব্যাহত রাখবে এই প্রত্যাশা করছি।