বাঘাইছড়িতে জমি নিয়ে বিরোধের জেরে পাহাড়ের খবর ডটকমে প্রবাসীর স্ত্রীকে মারধর ও মালামাল লুটের খবরের রোজিনা বক্তব্যর প্রতিবাদে নিজের বক্তব্যে ব্যাখ্যা করেছেন খবরের সাথে সংশ্লিষ্ট নরুল কবির।
এক লিখিত বক্তব্যে নরুল কবির বলেন, মুলত সেদিন কি ঘটেছিলো সেটি বুঝানোর চেষ্টা করি সেদিন বিরোধপূর্ণ জমিতে প্রবাসীর স্ত্রী রোজিনা পূর্ব পরিকল্পনা মতে অন্য এলাকা থেকে লোকজন এনে জমির চারপাশে ফলজ গাছ কেটে ফেলে এবং টিন দিয়ে ঘেরা দেয়ার চেষ্টা করে কিন্তু মামলা চলমান থাকায় জমিতে জেলা প্রশাসক ও স্থানীয় পুলিশ প্রশাসন এবং পৌরসভার স্থগিত আদেশ থাকার পরও তারা গাছ কেটে ঘেরা দেয়ার চেষ্টা করে এতে আমরা মৌখিক ভাবে বাধা দিতে গেলে প্রবাসীর স্ত্রী মরিচ গুঁড়ো মিশ্রিত পানি ছুঁড়ে মারে পরে আমরা নিরুপায় হয়ে থানায় হাজির হয়ে লিখত অভিযোগ দাখিল করি।
তৎক্ষণাৎ বাঘাইছড়ি থানা হতে ডিউটি অফিসার উক্ত জায়গায় তদন্ত করে । বিষয়টি উপজেলা নির্বাহী অফিসার সহ পৌর মেয়র অবগত আছেন।
রবিবার দুপুরে বিষয়টি নিরসনের জন্য পৌরসভার মেয়রের কক্ষে একটি সালিসি বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু তারা কোন কিছুর তোয়াক্কা না করে অসাধু দুষ্টু চক্রের মাধ্যমে আমাদেরকে মানহানি হয়রানির উদ্দেশ্য নতুন করে নানা ফন্দি আঁটে যাহা খুবই দুঃখ জনক। জমিটির এখনো বৈধ নথিপত্র তাদের নামে হয়নি। জমিটি ক্রয় করার সময়ও এলাকার কাউকে না জানিয়ে গোপনে জাল জলিয়াতি করে ৪ লাখ টাকাকে কাটাছেঁড়া করে ১৪ লাখ টাকা বানিয়ে রেজিষ্ট্রশনের আবেদন করে বিষয়টি শুনানীর সময় উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলাম এর দৃষ্টি গোচর হলে ফাইল আটকে যায় এবং জমিটি আমাদের পৈতৃক ভিটার অংশ এবং চলাচলের জায়গা সংলগ্ন হওয়ায় বিষয়টি পারিবারিক নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জেলা প্রশাসক সকল কার্যক্রম স্থগিত আদেশ প্রদান করেন ।