রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের (২৩৫৩) নির্বাচিত কমিটি দীর্ঘ সাড়ে ৪ বছর পর তাদের নিজস্ব অফিস বুঝে নিয়েছে।
রবিবার সকালে রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্ল্যাহ ও সাধারণ সম্পাদক মোঃ সিজাজুল ইসলামের নেতৃত্বে শ্রমিকরা বেদখল অফিস বুঝে নেয়।
এ সময় রাঙামাটি পার্বত্য জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের (২৩৫৩) সাবেক সভাপতি আলী আজগর, সহ-সভাপতি কামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন, ট্রাকচালক কল্যাণ সমিতি সহ সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ শ্রমিকেরা এ সময় উপস্থিত ছিলেন।
নেতৃবৃন্দ বলেন, রাঙামাটি জেলা সড়ক পরিবহন ট্রাক, মিনিট্রাক, ট্রাংক ও লরি সমন্বয়ে গঠিত শ্রমিক ইউনিয়ন (১০৭৯) একটি অবৈধ সংগঠন। এই সংগঠন কাপ্তাই উপজেলা একটি শাখা সংগঠন করে রাঙামাটি শ্রমিকদের মাঝে একটি বিশৃঙ্খল সৃষ্টি করেছে। স্বার্থান্বেষী একটি মহলের কারণে আমরা নির্বাচিত হওয়ার পরেও দীর্ঘ সাড়ে চার বছর আমাদের অফিসে প্রবেশ করতে পারেনি। তারা আমাদের অফিস দখল করে নিয়েছে।
দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কারনে দেশ একটি স্থিতিশীল অবস্থায় পৌঁছেছে। যাদের কারণে আমরা আজ অধিকার ফিরে পেয়েছি তাদের ধন্যবাদ জানান। বৈঠক শেষে নেতৃবৃন্দ অবৈধ সংগঠনের সাইন বোর্ড মুছে ফেলেন।