শুক্রবার , ২৯ নভেম্বর ২০২৪ | ২০শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রেকর্ডীয় জমি দখলের অভিযোগ পৌর যুবদল নেতার বিরুদ্ধে

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ২৯, ২০২৪ ৭:২৪ অপরাহ্ণ

আমির আলীর রেকর্ডীয় জমি দখলে নিতে পায়তারা করছে পৌর যুবদল নেতা। ভেদভেদি হতে শিমুলতলী পর্যন্ত চলে আমাদের নিজস্ব আইনে! রাঙামাটির বেতারের সামনে রেকর্ডীয় জায়গা দখলের চেষ্টা। ৭নভেম্বর সকাল সাড়ে ১০টায় আমির আলীর বসত বাড়ির সামনে মেইন সড়কের পশ্চিম পার্শে রাঙামাটির বেতার সংলগ্ন ৬নং ওয়ার্ডে রেকর্ডীয় জায়গা দখলের চেষ্টা ও কাজে বাঁধা এবং চাঁদাবাজির অভিযোগ উঠেছে ভূমিদস্যু ও ৬নং ওয়ার্ড যুবদল নেতা আবছারগংদের বিরুদ্ধে।

আমির আলীর অভিযোগে বলা হয়েছে, পৌরসভার ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ হোসেনের তিন ছেলে আক্তার হোসেন, আবছার হোসেন ও রাব্বানি এবং তাদের বোনের জামাই নূর সৈয়দ ও আক্তার হোসেনের বড় ছেলে আমজাদ এবং মোঃ হোসেনের ৩ ছেলেসহ আরো ২০-২৫জন মিলে আমির আলীর জায়গা দখলের চেষ্টা ও চাঁদা দাবি করছে। এদের বিরুদ্ধে অভিযোগ এনে আজ শুক্রবার সকালে আমির আলীর নিজ বাস ভবনে এক সংবাদ সংম্মেলনে এমন অভিযোগ করেন ভুক্তভোগি আমির আলী।

আমির আলী তার লিখিত অভিযোগে বলেন, অভিযুক্ত আবছার হোসেনগং আমার রেকর্ডীয় জায়গা খাস জায়গা বলে তাজরুম খানম এর কাছে ১০ শতাংশ, সিরাজের কাছে ৫শতাংশ, মিন্টুর কাছে ১০শতাংশ ও আনোয়ারের কাছে ৮শতাংশ বিক্রি করে দেন আবছার হোসেনগংরা।

আমির আলী বলেন, আবছারগংরা তিন ভাইকে রাস্তার পার্শ্বের ৪৫শতক জায়গা রেজিস্ট্রোরি  করে দিতে হবে। অন্যথায় না দিলে তাদেরকে ২কোটি ২৫লক্ষ টাকা নগদে দিতে হবে। এধরনের হুমকি ধমকি দিচ্ছে আমারকে ও আমার পরিবার পরিজনদেরকে। আমি আমার জমির উপর বাউন্ডারি ওয়াল নির্মাণ করতে গেছে ভূমিদস্যু ও পৌর যুবদল নেতা আবছার, মোঃ হোসেনের তিন ছেলে আক্তার হোসেন ও রাব্বানি এবং তাদের বোনের জামাই নূর সৈয়দ ও আক্তার হোসেনের বড় ছেলে আমজাদ,মোঃ হোসেনের ৩ ছেলেসহ আরো ২০-২৫ জন সন্ত্রাসী এসে আমার কাজে বাঁধা প্রদান করে।

সংবাদ সম্মেলনে আমির আলী অভিযোগ করে বলেন, আমি ২০০৬ সালে রেকর্ডীয় ১ একর ২৫ শতক জায়গা খরিদ করি। উক্ত জায়গায় বিভিন্ন গাছপালা রোপন করি ও একটি বসত বাড়ি নির্মাণ করি। মোঃ হোসেন আমার জায়গার পাশে তার তিন ছেলেকে নিয়া বসবাস করে। আমার নির্মাণ করা বসত বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকার কথা বলে মোঃ হোসেন আমাকে খুব অনুরোধ করে। আমি তার কথায় রাজি হইয়া কার্টিজ পেপারে একটি চুক্তিনামা করিয়া প্রতি মাসে ৬০০ টাকা ভাড়া ধার্য্য করিয়া তাকে ভাড়া দেই। মোঃ হোসেন আমাকে কথা দেন আমার জায়গাটি পাহারাদার হিসেবে দেখবেন। মোঃ হোসেন আমাকে ২মাসের ভাড়া দিলেও আমার থেকে ৮,৪০০/- টাকা হাওলাত হিসেবে নেন।

আমার পুরো জায়গাটি মোঃ হোসেনের ৩ ছেলে আমার বসত বাড়িসহ জবর দখল করে নিতে পায়তারা চালাচ্ছে। আমি রাঙামাটিতে অনেক নেতৃবৃন্দের কাছে যাইয়াও আমার জায়গা থেকে মোঃ হোসেন ও তার ৩ ছেলেকে সরাইতে পারি নাই। আমি সম্পূর্ণ নিরুপায় হয়ে ২০০৮ সালে আইনজীবী দুলাল বাবুকে নিয়োগ করে আদালতে একটি উচ্ছেদ মামলা করি। যাহার অপরজারি মামলা নং- ১৮২। দীর্ঘ ১৪ বছর মামলা চালাইয়া জেলা ও দায়রা জজ আমার পক্ষে রায় দেন যে, মোঃ হোসেন ও তার ৩ ছেলেকে আমার জায়গা হইতে উচ্ছেদ করিয়া আমার জায়গা আমাকে বুঝাইয়া দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট, সার্ভেয়ার, কানুনগো, পুলিশ প্রশাসন, জেলা ও দায়রা জজ সরেজমিনে আসিয়া চৌহর্দ্দীসহ পরিমাপ করিয়া আমার জায়গা আমাকে বুঝাইয়া দেন। মোঃ হোসেনের তিন ছেলে সে দিন আমাকে কিছু না বলিলেও পরদিন যখন আমি জায়গায় যাই, তারা আমাকে আমার জায়গায় যেতে বাঁধা দেয়। আমাকে বলে এই জায়গায় আমরা ১৪ বছর ছিলাম। এই জায়গা আমাদের। তোকে আদালত জায়গা বুঝাই দিছে, আদালতের আইন আমরা মানি না। ভেদভেদী হইতে শিমুলতলী এলাকায় আমাদের ৩ ভাইয়ের নিজস্ব একটা আইন আছে। আমাদের আইন দিয়া এলাকা চলে। এই জায়গায় পেতে হলে আমাদের ৩ ভাইকে ৬০ লক্ষ টাকা চাঁদা দিতে হবে।

অভিযুক্ত আবছার বলেন, আমির আলী বিভিন্ন জায়গায় আমার ও আমার ভাইদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছে। কিন্তু এই জায়গা আমাদের। আমাদের কাছেও জমির বৈধ কাগজপত্রাদি রয়েছে। আমির আলী সব সময় মিথ্যা কথা বলে। এই ব্যাপারে জোনে উভয় পক্ষকে ঢেকেছে। কিন্তু অসুস্থ বলে আমির আলী জোনে যায়নি। সে যেসব অভিযোগ আমাদের বিরুদ্ধে এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভুয়া।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে পুলিশের অভিযানে ৩শ লিটার মদসহ ২ জন আটক; মদবাহী ট্রাক জব্দ

উৎসব বহুমতের মানুষকে ঐক্যবদ্ধ করে-এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

প্রতিবন্ধী সেলিমের প্রতি চন্দ্রঘোনা ইউপি চেয়ারম্যান মিলনের অনন্য উপহার

রমজান টার্গেট: সয়াবিনে অস্হিরতা দ্রব্যমূল্য দ্বিগুন

রামগড়ে এতিমদের সাথে ইফতার করলেন পাজেপ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা

কাপ্তাইয়ে ৫১ তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় কাবাডিতে চ্যাম্পিয়ন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়

সাজেকে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কাপ্তাই সেনা জোনের প্রীতিভোজ

কাপ্তাইয়ে সড়ক আইনে ২০ মামলায় ১০ হাজার ২শত টাকা জরিমানা আদায়

লংগদুতে নৌকার ইঞ্জিনে হিজাব পেচিয়ে শিশুর মৃত্যু

%d bloggers like this: