রাঙ্গামাটির বিলাইছড়িতে পালবার লিংক সেন্টার পরিদর্শন করলেন বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের (অবঃ) মহামান্য বিচারপতি সৈয়দ মোঃ জিয়াউল করিম।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ১২ঘটিকায় পালবার লিং সেন্টার শিশুসদনের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও সভাপতি ভদন্ত দেব তিষ্য ভিক্ষুর সঙ্গে মতবিনিময় করেন। প্রতিষ্ঠানের অনাথ আশ্রমে এতিম, অনাথ ও সুবিধাবঞ্চিত শিশুদের সাথে কৌশল বিনিময় এবং তাদের সুবিধা- অসুবিধার কথা জানেন। এছাড়াও নব নির্মিত বিলাইছড়ি বাজার সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহারে থাকা ভগবান গৌতম বুদ্ধের পবিত্র দন্ত ধাতু দর্শন করেন ।
পরিদর্শনের সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন Swan properties LTD-এর chairman and managing Director Kbabeer Uddin khan, বিলাইছড়ি উপজেলা ভা: নিবার্হী অফিসার সজীব কান্তি রুদ্র এবং থানা অফিসার্স ইনচার্জ মানস বড়ুয়া।