খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড়ে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র রামগড় জোন (৪৩ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় আজ মঙ্গলবার (২৭ মে ২০২৫) মাসিক নিরাপত্তা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
জোন সদরে সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত চলা এ সভায় সভাপতিত্ব করেন রামগড় জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আহসান উল ইসলাম। সভায় দায়িত্বপূর্ণ এলাকার সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের লক্ষ্যে পাহাড়ি ও বাঙ্গালি জনগণের মধ্যে সুসম্পর্ক বজায় রাখার উপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।
এছাড়াও বর্ষা মৌসুমে সম্ভাব্য বন্যা মোকাবেলায় প্রস্তুতি, ভারতীয় সীমান্তবর্তী এলাকায় পুশ-ইন প্রতিরোধ, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে অবৈধভাবে গবাদি পশু আমদানি ও চামড়া পাচার প্রতিরোধ, কুরবানির পশুর হাটে যানজট ও জনদুর্ভোগ রোধ, পাহাড়ি সড়কে অতিরিক্ত ভারী যান চলাচল নিয়ন্ত্রণ এবং মাদক ও অবৈধ অস্ত্র চোরাচালান বন্ধে জনসচেতনতা বৃদ্ধির বিষয়গুলো আলোচিত হয়।
সভায় বিজিবির পক্ষ হতে স্থানীয় নাগরিকদের প্রতি, যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা, চাঁদাবাজি, অপহরণ বা সন্ত্রাসী তৎপরতা সম্পর্কে দ্রুত বিজিবিকে অবহিত করতে অনুরোধ জানানো হয়। মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে অতিথিবৃন্দ রামগড় অঞ্চলের বিভিন্ন সমসাময়িক সমস্যা তুলে ধরেন এবং বিজিবির সহায়তা কামনা করেন। সভায় রামগড় জোনের মেডিকেল অফিসার, সহকারী পরিচালক, সামরিক/বেসামরিক প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, হেডম্যান-কারবারী, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।