নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি।
প্রধানমন্ত্রীর ১ কোটি টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসেবে রাঙামাটি পার্বত্য জেলায় আজ শনিবার (২৬ ফেব্রæয়ারি ২০২২) ইং তারিখে জেলা সদরসহ জেলার ১০টি উপজেলায় প্রায় ৪৫হাজার মানুষের মধ্যে এ টিকা প্রদান করা হবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, পৌরসভার ৯টি ওয়ার্ড পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর তত্ত্বাবধানে টিকা প্রদানের কার্যক্রম চলছে।স্ব-স্ব ওয়ার্ডের কাউন্সিলর এবং ৯টি ওয়ার্ডে টিকা প্রদান কার্যক্রম মনিটরিং করেন মেয়র আকবর হোসেন চৌধুরী।
সিভিল সার্জন ডাক্তার বিপাশ খীসা বলেন,প্রধানমন্ত্রীর ১ কোটি টিকা প্রদান কার্যক্রমের অংশ হিসাবে রাঙামাটি জেলা সদরসহ প্রতিটি উপজেলার ওয়ার্ডে ওয়ার্ডে টিকা কার্যক্রম পরিচালিত হচ্ছে। রাঙামাটি জেলায় ৪৫ হাজার টিকা প্রদানের লক্ষ্য মাত্রা নিয়ে সকালে এই কার্যক্রম ঘুরে দেখেন সিভিল সার্জন ডাঃ বিপাশ খীসা ও রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরী। তিনি আরো বলেন, যারা এখনো টিকা গ্রহন করেননি তারা কোন প্রকার কাগজপত্র ছাড়াই সরাসরি কেন্দ্রে গিয়ে টিকা প্রদান করতে পারবেন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টিকা প্রদানের কার্য়ক্রম চলবে।
টিকা গ্রহিতারা বলেন, যদিও দীর্ঘ লাইন তার পরেও টিকা দিতে পেরে আমরা আনন্দিত। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে যে, বিশেষ উদ্যোগ নিয়ে ১কোটি টিকার ব্যবস্থা করেছেন সে জন্য পাহাড়ের পক্ষ হতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানাই। কোন প্রকার কাগজপত্র বা টিকা নিবন্ধন ছাড়াই টিকা দিতে পেরে সাধারণ মানুষ অনেক খুশি।